Faculties and Departments > Business & Entrepreneurship
বাংলায় ডিএসইর ওয়েবসাইট চালু
(1/1)
nmoon:
সোমবার দপুরে ডিএসইর ওয়েবসাইটের বাংলা সংস্করণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ডিএসই সভাপতি রকিবুর রহমান ওয়েবসাইটটি উদ্বোধন করে জানান, বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করে ডিএসইর বাংলা ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা ডিএসইর সব তথ্য বাংলায় পড়তে পারবেন।
“শেয়ারবাজারে আরও বেশি স্বচ্ছতা আনতে ডিএসইতে ইংরেজি ওয়েবসাইটের পাশাপাশি বাংলা ওয়েবসাইট চালু করা হলো।â€
এটি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, “বাংলা ওয়েবসাইট চালু হওয়ায় বিনিয়োগকারীদের জন্য বাজার বুঝতে পারা অনেক সহজ হবে।â€
ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী বলেন, ভাষার মাসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে বাংলা ওয়েবসাইট চালু একটি ঐতিহাসিক ঘটনা।
এর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএসইর দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্রকান্তি চৌধুরী। এ সময় সহসভাপতি মো. শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Navigation
[0] Message Index
Go to full version