আশার নতুন মডেল আনলো নোকিয়া

Author Topic: আশার নতুন মডেল আনলো নোকিয়া  (Read 1281 times)

Offline nmoon

  • Full Member
  • ***
  • Posts: 234
  • Test
    • View Profile


আশা সিরিজের নতুন স্মার্টফোন আশা-৩১০ এনেছে নোকিয়া। রয়টার্স জানিয়েছে, মূলত স্বল্পমূল্যের স্মার্টফোনের বাজারে আধিপত্য বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে নোকিয়া।

স্যামসাং আর অ্যাপলের সঙ্গে বর্তমান বাজারে তাল মেলাতে হিমশিম খাচ্ছে একসময় একচ্ছত্র আধিপত্য করে বেড়ানো প্রতিষ্ঠান নোকিয়া। কম দামের স্মার্টফোনের বাজারে চীনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পেরে উঠছে না ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি।

রয়টার্স জানিয়েছে, একসঙ্গে দু’টি সিম ব্যবহার করা যাবে আশা ৩১০-এ। এছাড়া থাকবে ওয়াই-ফাই সুবিধা। ৩ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে আছে ২ মেগাপিক্সেলের ক্যামেরাও।

মার্চ মাসের মধ্যেই এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারে স্মার্টফোনটি বিক্রি শুরু করার লক্ষ্য রয়েছে নোকিয়ার। স্মার্টফোনটির দাম হবে ১০২ ডলার।