Faculty of Humanities and Social Science > Journalism & Mass Communication

The Highest Building to be in Jeddah!

(1/1)

Omar Faruk Mazumder:
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করবে সৌদি আরব। এই ভবন নির্মাণে দেশটি বেছে নিয়েছে যুক্তরাজ্যের ম্যাস নামের একটি প্রতিষ্ঠানকে।সৌদি আরবের জেদ্দায় এই ভবন নির্মাণ করা হবে। আকাশচুম্বী এই ভবনের নাম হবে কিংডম টাওয়ার। লন্ডন-ভিত্তিক নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাসের সঙ্গে এরই মধ্যে চুক্তি সেরে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি যুক্তরাজ্যের আরেক প্রতিষ্ঠান ইসি হ্যারিসও এই নির্মাণকাজের সঙ্গে থাকবে।

কিংডম টাওয়ারের সর্বমোট উচ্চতা হবে তিন হাজার ২৮০ ফুট বা এক কিলোমিটার, যা লন্ডনের বিখ্যাত শার্ড টাওয়ারের চেয়ে তিন গুণ উঁচু। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফার (উচ্চতা দুই হাজার ৭১৭ ফুট) চেয়ে এটি প্রায় ৫৫৮ ফুট বেশি উঁচু হবে।

কিংডম টাওয়ার নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৮ কোটি পাউন্ড। পাঁচ বছরে এটির নির্মাণকাজ শেষ হবে। ভবনটিতে অ্যাপার্টমেন্ট ও অফিসের জায়গার পাশাপাশি পাঁচতারকা হোটেলও থাকবে।
কিংডম টাওয়ার প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দ্য জেদ্দাহ ইকোনমিক কোম্পানি জানিয়েছে, সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের এ রকম টাওয়ার নির্মাণের স্বপ্ন ছিল। বিবিসি।

Source: http://www.prothom-alo.com/detail/date/2013-02-23/news/331280

Navigation

[0] Message Index

Go to full version