Help & Support > Common Forum/Request/Suggestions

Experience of 3rd Business festival-2013

(1/2) > >>

anam:
Well, nevertheless to say that Business Festival is one of the largest initiatives of out beloved DIU.

I am very glad to become a part of this. But I am feeling very upset on behaviors of some students who have destroyed some of the decorations done for this festival.

I have seen the effort the organizers put to decorate the premises. Even I lead a team of 18 students in decorating the entire. We worked for almost 18 hours at a stretch. And those non-sense students have destroyed it in 18 seconds.

My request to all is to keep this decoration for next two days till the business festival ends.

Anam
Lecturer
BBA, DIU

Reza S. H.:
O ow... Anam Sir, you stole my words. I was just planning to write the same thing.

We worked for that long hours forgetting who is student and who is teacher. We spent a lot apart from the given budget. Still when we see the students tearing the festoons, leaking the balloons, etc., it feels really humiliating that our effort is not recognized properly. How can they act such bullshit? Dont they have simplest sense? What did their family teach them? Shame on them....

Reza
Lecturer
BBA, DIU

Sultan Mahmud Sujon:
দুই স্যার কেই ধন্যবাদ জানাই, আপনারা দুজনেই আমার মনের কথা বলেছেন,তাহলে আমার ফেস্টিবাল এর ঘটনা বলি, কাটলো দিনটা ভালই,পাটিসিপেসন করাই বড় কথা। আনন্দই আলাদা। দুঃখের বিষয় সেদিন আমার মোবাইল ফোনটি হারিয়ে ফেলি। অনুষ্ঠান শেষে বাসায় আসি রাত 10 টায়, মা-বাবা তো চিন্তায় অস্থির, কি হলো, তার পর বাসায় ফেসবুকে নিচের লেখাটি পোষ্ট দেই। আমি যদি আমার প্রবলেম এর কথা না বলি, কেও তো আর যানতে পারবেনা। আমার এই পোষ্টকি অনেক কে মর্মাহত করেছে,

নিচে কয়েকটি কমেন্ট দেয়া হল: মর্মাহত বন্ধুদের কিছু কমান্ট

01.not share i can just hide it ...........share korle amdr versity er student der mansomman r kisu thakbe na apnr samanno mobiler karone . ami aatuku korte pari seta holo dukkho prokash.

02.VI apni akjon r karona amader sobai k chor bolta paran na.

03.এটা টিক হয়নি, এটা আমাদের ইউনিভার্সিটি এবং স্টুডেন্টের মান সম্মানের ব্যাপার । আপনি নোটিশ বোর্ডেও দিতে পারতেন......

আমার প্রশ্ন আমি কোথায় সব স্টুডেন্টদের কথা বললাম,একজন বলেছে নোটিশ বোর্ড এর কথা, র্ভাসিটি চায় পেপার লেস করতে আর আপনি বলছেন নোটিশে দিতে, আর একজন বলেছে সামান্য মোবাল, আপনি কি জানেন টাকা উপার্জ করা কত কষ্টের,বাবার কষ্ট কৃত উপার্জন লাখ লাখ টাকা দিয়ে আমারা পড়তে আসি, চুরি করবো আমি আর পরিচয় দিবো ড্যাফোডিলের তা তো আর হয় না। এখানে পরিচয় করিয়ে দিন আপনার পরিবার কে, তারা কি শিক্ষা দিয়ে আপনাদের র্ভাসিটি পাঠিয়েছে। এক জন বলবো সবাই কে এমন ভাবে বলতে পারেন না, আরে ভাই বিমান বন্দর এ, এক এএসপি এক বিদেশি মহিলার মোবেইল চুরি করে, কবরে কাগজে নাম আসে, এতে এর কি সকল পুলিশ অফিসারে মান সন্মান নষ্ট হয়েছে নাকি, বলেন যে পারিবারিক সমস্যা।

আমার কিছু কমেন্ট আমার:

01.কথায় আছে খালি কলসি-বাজে বেশি। দু এক জন এ রকম থাকবেই,তার জন্য সেই দোষি যে করে, আমি করবো চুরি, আর দোষ দিবো মন্ত্রীর তা তো আর হয় না,য়ে করে সে আজীবন তাই করে, সে আর মন্ত্রী হতে পারে না, আমার মোবাইল আমি কিনতে পারবো,যে নিছে, সে তো আর কিনতে পারবে না, এ ভাবেই তার চলতে হবে। আর একটি কথা অফিসে কাজে ভুল করলে কি , অফিসার ক্ষমা করে, করে না,ভুল করার জন্য কি, প্রতিষ্ঠার দায়ি??? দায়ি সেই যে ভুল করেছে, সো এ সব কাজ থেকে বিরতো থাকুন, নিজেকে নিজে ভাবুন, আপনি কেমন, আমরা খবরের কাগজে দেখি যারা দূনিতি করে তাদের কাজ থেকে ছাটাই করা হয়,প্রতিষ্ঠান তো আপনাকে দূনিতি শেখায় না, সো বুজতেই পারছেন..................আর বলতে চাই না, যাদের পছন্দ হবে না, তার ব্লক করুন/স্পেম করুন/হাইড করুন, এই তো আর কি???

02.মনীষিদের কথা- কথা বলুন আদবের সাথে, তর্ক করুন যক্তির সাথে, আপনারা ড্যাফোডিলকে কতই না ভালোবাসেন, আমি আমার প্রবলেম না যানালে,কেও তো বুঝতে পারবেনা,পরের দিন দেখবেন আপনার এটা হয়েছে, আপনি কি করবেন, তার পর দেখবেন, প্রোজেকটার নাই, টিভি নাই এর জন্য কে দায়ী??? হারানোর সময়  1.40 থেকে 1.50 এর মধ্যে, দেখা যাক কাল সিসিটিভিতে ধরা পড়ে কি না। হারানোর পর বেস কয়েক বার ফোন দিছি, তার পর সেট অফ করে রাখে।।

পরীক্ষার খাতায় নকল করবো আমি আর দোষ দিবো র্ভাসিটির,


কতই না ভালোবাসেন র্ভাসিটিকে, এমন একটি কাজ করেছেন, দেখান দেখি, যেটি ব্যান্ড ইমেজ আনে,





anam:
Its really pathetic to have such responses. However, I came to know that last month one of the students lost his bi-cycle and hour hon'ble chairman is kind enough to manage him that at his own cost. better you try for that.

Sultan Mahmud Sujon:
Thank u to understand my mind

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version