Faculties and Departments > Faculty Sections
Voice call and coming 5 years
(1/1)
fernaz:
জিএসএম নেটওয়ার্ক কোম্পানিগুলোর সংগঠন জিএসএমএ’র তথ্য অনুযায়ী, ভবিষ্যতে মোবাইলের ডেটা থেকেই প্রতিষ্ঠানগুলোর আয় বাড়বে। তাঁরা এক গবেষণায় লক্ষ্য করে দেখেন গত দশ বছরের মধ্যে মোবাইল ডেটা সার্ভিস এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এর ফল স্বরূপ তাঁরা বলছেন আগামী পাঁচ বছরে ভয়েস কলকে ছাড়িয়ে যাবে সেলফোনে ইন্টারনেট কিংবা টেক্সট মেসেজের ব্যবহার।
জিএসএমএর পাঁচ বছর মেয়াদি পূর্বাভাসটি মিলে গেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সঙ্গে। বার্সোলনার চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেও একই কথা জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ম্যালেরিয়া, যক্ষ্মাসহ এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতেও মোবাইল সংযোগের ব্যবহার বাড়বে।
তাছাড়া, পরিবহনে অব্যবস্থাপনাসহ মজুদব্যবস্থায় নানা সমস্যার কারণে প্রতি বছরই বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়। বহনযোগ্য যন্ত্র ব্যবহারের মাধ্যমে ২০১৭ সালের মধ্যেই পরিবহন ও মজুদ সমস্যা নিয়ন্ত্রণ করে প্রায় ৪ কোটি মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
জিএসএমএর প্রধান বিপণন কর্মকর্তা মাইকেল ও’হারা বলেন, ‘মোবাইল ডাটা কোনো পণ্য নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনযাপন, সমাজ ও অর্থনীতিতে ক্রমেই মিশে যাচ্ছে। নানা সুবিধা কারণে এ প্রযুক্তিতে প্রতিদিনই যুক্ত হচ্ছেন হাজারো গ্রাহক।’
তাছাড়া, ২০১৪ সালের মধ্যেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ভয়েস কলের তুলনায় মোবাইল ডাটা থেকে আয়ের পরিমাণ বাড়বে।
মোবাইল ডাটা থেকে সর্বোচ্চ আয়ের মাইলফলকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। চলতি বছরই দেশটির মোবাইল ডাটা থেকে আয় বাড়বে। পিছিয়ে নেই আফ্রিকা ও কেনিয়াও। দেশ দুটি তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে ২০১৬ সালেই।
মোবাইল ডাটার মাধ্যমে শুধু উন্নয়নশীল বিশ্বই লাভবান হবে না, জিএসএমএর তথ্য অনুযায়ী, ওইসিডিভুক্ত দেশগুলোর স্বাস্থ্যসেবায় এর ব্যবহার ২০১৭ সালের মধ্যে বার্ষিক ৪০ হাজার ডলার খরচ কমাতে পারবে।
[Source-Internet]
nmoon:
Very informative post.
goodboy:
As far as I know, CDC have the integrity & helpful hands to provide the students of DIU with potential placements for internship!
Badshah Mamun:
Dear sir,
Thanks for your good initiative for DIU students.
It will be better if you collect the students CV by CDC of DIU.
Navigation
[0] Message Index
Go to full version