৮ বছর পর ‘নেপাল’ জয়দীর্ঘ ৮ বছর পর নেপালকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। সোমবার এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারানোয় বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বলসর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত সাফ গেমসে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ।
প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরে যাওয়া বাংলাদেশের জয়ের নায়ক স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ডি’ গ্রুপের লড়াইয়ে দুটি গোলই তার।
বুধবার তৃতীয় ও শেষ ম্যাচে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে হারাতে পারলে চূড়ান্ত পর্বে খেলার জোরালো সম্ভাবনা বাংলাদেশের। ৫ গ্রুপের এই প্রতিযোগিতার দুটি সেরা রানার্স আপ দল চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পাবে।
খেলার প্রথম গোলের জন্ম ২৭ মিনিটের সময়। বক্সের মধ্যে স্ট্রাইকার তখলিস আহমেদকে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ফাউল করলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি রনির (১-০)।
প্রথমার্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে প্রায় ২০ হাজার মানুষের সমর্থনধন্য নেপাল। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। কয়েকটি সুযোগও পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও।
বরং ৫৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুন করেন রনি। তখলিসের পাস ধরে, দারুণ এক শটে জয় নিশ্চিত করে দেন আবাহনীর এই স্ট্রাইকার।
৮২ মিনিটে ফরোয়ার্ড সোহেল রানা লাল কার্ড দেখে বেরিয়ে গেলেও অদম্য বাংলাদেশের ‘নেপাল’ জয়ে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
Source: Internet
Abu Kalam Shamsuddin
MTCA
DIU