Smart Phone.

Author Topic: Smart Phone.  (Read 5149 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Smart Phone.
« on: March 07, 2013, 10:47:20 AM »
চোখ চালাবে স্মার্টফোন!

চোখ দিয়েই স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে। এর জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। স্যামসাংয়ের 'গ্যালাক্সি এস-ফোর' স্মার্টফোনেই পাওয়া যাবে এ সুবিধা। ১৪ মার্চ বাজারে আসবে ফোনটি। এরই মধ্যে 'আই স্ক্রল' প্রযুক্তির প্যাটেন্টের জন্য আবেদনও করেছে স্যামসাং। এর সাহায্যে ব্যবহারকারী স্মার্টফোনে কোনো লেখা বা ই-মেইল পড়তে পড়তে নিচে চলে গেলে আপনা থেকেই পেইজটির পরবর্তী অংশ উপরে উঠে আসবে। ফলে ফোনটি স্পর্শ না করে শুধু চোখ উঠিয়ে বা নামিয়ে আগে-পরে যাওয়া-আসা করতে পারবেন ব্যবহারকারী।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে অবশ্য কোনো তথ্য জানাননি স্যামসাংয়ের প্রধান পণ্য কর্মকর্তা কেভিন প্যাকিংহাম। তবে তিনি একে 'আশ্চর্যজনক ফোন' নামে অভিহিত করেছেন।



Ref: http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=news&pub_no=1174&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=2
« Last Edit: March 07, 2013, 10:57:43 AM by Faysal230 »

Offline sushmita

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 461
  • I want to cross myself everyday.
    • View Profile
Re: Smart Phone.
« Reply #1 on: March 14, 2013, 11:42:35 AM »
Waiting for watching this phone.

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #2 on: April 16, 2013, 09:53:58 AM »
শত কোটি টাকার আইফোন

আইফোনটির গায়ে লাগবে ২৬ ক্যারোট কালো হীরা। আরও থাকবে ৬০০টি সাদা হীরা, যার ৫৩টি দিয়ে তৈরি হবে অ্যাপলের লোগো। ফোনটির পুরো শরীর সোনা দিয়ে মোড়ানো হবে। হংকংয়ের জো নামের এক ব্যবসায়ী উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব সম্পদ দিয়ে গড়েছেন পৃথিবীর সবচেয়ে এ দামি আইফোন। এ জন্য তিনি যুক্তরাজ্যের নকশাবিদ স্টুয়ার্ট হিউয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। ২০১১ সালে একটি আইফোন ৪এসের গায়ে ৫০০ হীরা লাগিয়েছিলেন হিউ। এবার জো এর হয়ে হিউ গড়ছেন আইফোন ৫ ব্ল্যাক ডায়মন্ড।
আইফোনটির মূল্য দাঁড়াবে প্রায় ১১৭ কোটি টাকায় (১৫ মিলিয়ন ডলার)।

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #3 on: April 20, 2013, 11:01:28 AM »
জুনেই আসছে ফায়ারফক্স স্মার্টফোন

মজিলা এ বছরের জুন মাসে তাদের ফায়ারফক্স অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনগুলো বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। নয়টি দেশে ছাড়া হবে এই স্মার্টফোন। দেশগুলো হলো ব্রাজিল, কলাম্বিয়া, হাঙ্গেরি, মেক্সিকো, মন্টেনিগ্রো, পোল্যান্ড, সার্বিয়া, স্পেন ও ভেনেজুয়েলা। সম্প্রতি অল থিংস ডির একটি মোবাইল সম্মেলন অনুষ্ঠানে মজিলার প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি কোভাকস জানিয়েছেন, জুনে প্রথমে পাঁচটি দেশে স্মার্টফোনগুলো ছাড়া হবে। পরবর্তীকালে এ বছরের মধ্যে অবশ্যই সেগুলো নয়টি দেশে পাওয়া যাবে।
এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফায়ারফক্স চালিত কয়েকটি স্মার্টফোন অবমুক্ত করে অ্যালকাটেল ও জেডটিই। অবশ্য এখন পর্যন্ত এদের কোনোটিই বাজারে আসেনি। মজিলা ওএস চালিত স্মার্টফোন বাজারে আনার জন্য জেডটিই ও অ্যালকাটেলের সঙ্গে চুক্তি করেছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জেডটিই অবমুক্ত করে ‘জেডটিই ওপেন’ এবং অ্যালকাটেল অবমুক্ত করে তাদের এন্ট্রি-লেভেল স্মার্টফোন ‘অ্যালকাটেল ওয়ান টাচ ফায়ার’। সনিও আগামী বছর তাদের ফায়ারফক্স চালিত স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই তাদের বাজেট হ্যান্ডসেট ‘এক্সপেরিয়া ই’-এর জন্য ফায়ারফক্স ওএস অবমুক্ত করেছে।
ফায়ারফক্স ওএস হচ্ছে এইচটিএমএল ৫ নির্ভর এবং পুরোপুরি মুক্ত সফটওয়্যার।তাই জেডটিই ব্যবহারকারীরা তাদের যন্ত্রে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন চালাতে পারবে। শুধু তা-ই নয়, ডেভেলপাররা ওপেন সোর্সটি ইচ্ছামতো পরিবর্তন এবং পরিবর্ধনও করতে পারবে। তা ছাড়া এতে নতুন নতুন সুবিধা ও কনটেন্টও থাকবে। তবে স্মার্টফোনগুলোর দামের ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।



Ref:-http://www.prothom-alo.com/detail/date/2013-04-20/news/346106

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #4 on: April 24, 2013, 09:38:44 AM »
আইফোন ও উইন্ডোজ ফোনের জন্য ‘হোম’

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের স্মার্টফোন অ্যাপ্লিকেশন ‘হোম’ এবার আসছে অ্যাপলের আইফোন ও উইন্ডোজ-চালিত স্মার্টফোনের জন্য। এর আগে শুধু অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের জন্য এ অ্যাপটি চালু করেছিল ফেসবুক। সম্প্রতি ফেসবুকের পরিচালক (পণ্য) অ্যাডাম মোসেরি এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে মাইক্রোসফট ও অ্যাপলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানা গেছে। তবে শুধু স্মার্টফোনই নয় ট্যাবলেটেও নতুন এ অ্যাপসটি যোগ করার ব্যাপারে কাজ চলছে।
‘হোম’ অ্যাপের মাধ্যমে ফেসবুকের সর্বশেষ সব হালনাগাদ তথ্য (ফিড) স্মার্টফোনের পর্দায়ই পাওয়া যাবে। অর্থাৎ ‘হোম’ অ্যাপস ব্যবহার করলে ফেসবুকের অ্যাপসে না গিয়েই মূল স্মার্টফোনের পর্দায়ই পাওয়া যাবে ফেসবুকের সর্বশেষ হালনাগাদ তথ্য। শুধু তথ্যই নয় করা যাবে চ্যাটও। ‘চ্যাট হেডস’ নামের বিশেষ চ্যাট সুবিধার মাধ্যমে পর্দা থেকেই চ্যাট করা যাবে বন্ধুদের সঙ্গে। আর অ্যাপস থেকে যেসব কাজ করা যেতে, যেমন—সর্বশেষ অবস্থার হালনাগাদ, কমেন্ট, লাইক দেওয়াসহ সব ধরনেরও কাজও ‘হোম’ অ্যাপসের মাধ্যমে স্মার্টফোনের মূল পর্দা থেকেই করা যাবে। প্রতিটি নোটিফিকেশন আলাদাভাবে চলে আসবে।
এ বিষয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, অ্যান্ড্রয়েড যেহেতু মুক্ত সোর্সের আওতায় তাই আমরা শুরুতে অ্যান্ড্রয়েডে হোম সুবিধাটি যুক্ত করেছি। ক্রমান্বয়ে যাতে অন্য অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন, ট্যাবলেটেও এ সুবিধা পাওয়া যায় সে বিষয়েও আলোচনা চলছে।


Ref:- http://www.prothom-alo.com/detail/date/2013-04-24/news/347174.
« Last Edit: April 24, 2013, 09:41:25 AM by Faysal230 »

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #5 on: April 28, 2013, 04:02:30 PM »
কল এলে আকার বদলাবে মুঠোফোন!

মোবাইল ফোন বেজেই চলেছে অথচ আপনি টের পাচ্ছেন না বা কল এসেছে কী-না তা বুঝতে পারছেন না? গবেষকেরা সম্প্রতি এমন একটি নমনীয় স্মার্টফোন স্ক্রিন উদ্ভাবন করেছেন যা মোবাইল ফোনে কল বা বার্তা এলে ভিন্নরকমের সংকেত দিতে পারে। গবেষকেরা জানিয়েছেন, কল বা বার্তা এলে স্মার্টফোনের স্ক্রিনটি কুঁকড়ে ভাঁজ হয়ে থাকবে বা লাফালাফি করতে থাকবে।
বর্তমানে মোবাইল ফোনে কল বা বার্তা এলে ভাইব্রেশন বা রিং টোনের মাধ্যমে তা ব্যবহারকারী টের পান। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।
কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘মোরফোন’ নামের নমনীয় স্মার্টফোন স্ক্রিনটি তৈরিতে কাজ করছেন। গবেষকেরা জানিয়েছেন, এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে স্মার্টফোনের নতুন এ প্রযুক্তি। বিশেষ মেমোরি চিপের সাহায্যে তৈরি এ প্রযুক্তিটি ইলেকট্রনিক সংকেত পেলে কুঁকড়ে ভাঁজ হয়ে যায় বা লাফাতে থাকে।


Ref:-
« Last Edit: April 28, 2013, 04:09:02 PM by Faysal230 »

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #6 on: May 12, 2013, 10:39:40 AM »
আসছে ১৬-লেন্স ক্যামেরার স্মার্টফোন

নকিয়া এবার ক্যামেরা-সমৃদ্ধ স্মার্টফোনে ক্যামেরার মান আরও উন্নত করার ঘোষণা দিয়েছে। মোবাইল ফোন নির্মাতা এই প্রতিষ্ঠানটি এবার স্মার্টফোনে যোগ করতে যাচ্ছে ‘পেলিক্যান ইমেজিং’-এর তৈরি ১৬-লেন্স ক্যামেরা। নকিয়া অনেক দিন ধরেই পেলিক্যান ইমেজিংয়ের পেছনে বিনিয়োগ করে আসছে। আর এই বিনিয়োগের পরিমাণ আগের চেয়েও বাড়িয়েছে নকিয়া।
সম্প্রতি পেলিক্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস পিকেট বলেছেন, একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ১৬-লেন্স ক্যামেরাসহ স্মার্টফোন বাজারে আনার ব্যাপারে তাঁদের সঙ্গে কথা বলেছে। কিন্তু তিনি বলেননি, ঠিক কোন প্রতিষ্ঠানটি তাঁদের সঙ্গে কথা বলেছে। তবে যেহেতু নকিয়া তাঁদের পেছনে বিনিয়োগ করে আসছে এবং তারা উন্নতমানের ক্যামেরাসহ স্মার্টফোন বাজারে আনছে, তাই ধারণা করা হচ্ছে, নকিয়াই আনতে যাচ্ছে পেলিক্যান ১৬-লেন্স ক্যামেরার প্রথম স্মার্টফোন।
পেলিক্যানের এ ক্যামেরায় ১৬টি লেন্স থাকার কারণে প্রতিটি ছবি তোলার সময় শাটার চাপার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পিক্সেল খুব ভালোভাবে ছবি ধারণ করতে পারবে। আর এর ফলে খুবই উন্নতমানের ছবি পাওয়া যাবে। এটি নতুন উদ্ভাবিত লিট্রো ক্যামেরার মতো ছবি তুলতে সক্ষম হবে। ক্যামেরাটি দিয়ে ছবি ক্যাপচার করার পরও ফোকাস পরিবর্তন করা যাবে। এমনকি ছবি তোলার পর একাধিক ফোকাস বিন্দুও নির্ধারণ করা যাবে। পাশাপাশি এটি দিয়ে ছবির পটভূমি পরিবর্তন করা, আকার পরিবর্তন বা একটি ছবির কিছু অংশ অন্য ছবিতে সংযোজন করার ব্যবস্থাও রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
তবে অসাধারণ ক্যামেরা-সমৃদ্ধ নকিয়ার স্মার্টফোন এখনই বাজারে আসছে না। ২০১৪ সালে এটি বাজারে আসতে পারে। আর এর দাম এখনো নির্ধারিত হয়নি।


Ref:- http://www.prothom-alo.com/detail/date/2013-05-12/news/351527

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #7 on: June 10, 2013, 10:50:55 AM »
অ্যাপলের জনপ্রিয় স্মার্টফোন আইফোনের সর্বশেষ সংস্করণ বাজারে আসার বিষয়ে অনেক দিন ধরেই চলছে নানা আলোচনা। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার সম্মেলনে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও মনে করা হচ্ছে। ঘোষণার পাশাপাশি আগামী বছরের শুরুর দিকেই আসতে পারে ৪.৮ ইঞ্চির নতুন আইফোন! এমনই জানা গেল সম্প্রতি গবেষণা সংস্থা সিটি রিসার্চের গবেষণায়।
সংস্থাটির গবেষক গ্লেইন ইয়েং জানান, বড় পর্দার আইফোন ৬ আগামী বছরের প্রথম কোয়ার্টারেই আসবে। ৪.৮ ইঞ্চির আইফোনটিতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলেও জানা গেছে। তবে নতুন আইফোনের নাম ৫এস নাকি ৬ হবে এ বিষয়ে কিছু জানা যায়নি। আইফোনের পাশাপাশি আইপ্যাড মিনির সর্বশেষ সংস্করণ বিষয়েও চলছে নানা আলোচনা। সিটি রিসার্চের তথ্য অনুযায়ী, নতুন আইপ্যাড মিনির রেজল্যুশন ২০৪৮*১৫৩৬ পিক্সেল হতে পারে এবং দাম হতে পারে ২৩০-২৫০ ডলার। অ্যাপলের নতুন এসব যন্ত্রে যুক্ত হচ্ছে অ্যাপল আইওএস ৭। তবে এসব বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কিছুই জানা যায়নি। বরাবরের মতো নতুন আইফোন কিংবা আইপ্যাড মিনির ব্যাপারে একেবারেই চুপচাপ রয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। এখন অ্যাপলের ডেভেলপারদের সম্মেলনের দিকেই নজর সবার। এর জন্য অ্যাপলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #8 on: June 11, 2013, 10:04:33 AM »
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো এবার স্মার্টফোন তৈরির উদ্যোগ নিচ্ছে। চীনের এ প্রতিষ্ঠানটি ‘লেনোভো’ স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারসোনাল কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লেনোভো স্মার্টফোন তৈরির জন্য এনইসি নামের অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে বলেও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকা অ্যাপলের আইফোন কিংবা স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই লেনোভোর এমন উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে লেনোভোর একজন মুখপাত্র জানান, স্মার্টফোন তৈরির বিষয়ে লেনোভো ভাবছে। তবে সেটি এককভাবে নাকি যৌথ অংশীদারির ভিত্তিতে, সে ব্যাপারে কিছু জানায়নি লেনোভো কর্তৃপক্ষ। স্মার্টফোন তৈরির বিষয়ে এনইসি কর্তৃপক্ষও কিছু জানায়নি। তবে এনইসির বর্তমান ব্যবসা ভালো যাচ্ছে না। আর তাই লেনোভোর সঙ্গে যৌথভাবে স্মার্টফোন তৈরি করে নতুনভাবে কিছু করতে চাইছে প্রতিষ্ঠানটি।
লেনোভোর এমন উদ্যোগকে বিভিন্নভাবে উল্লেখযোগ্য এবং সফল ধারণা বলে মনে করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষক টেক জুং ওং জানান, স্মার্টফোনের নতুন এ উদ্যোগের ফলে লেনোভো সারা বিশ্বে নিজেদের সেবা ছড়িয়ে দিতে চাইছে। ব্যবসা প্রসারের ক্ষেত্রে যেটি বেশ কার্যকর হবে। তবে ঠিক এ সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্মার্টফোনের বাজারে লেনোভোর নতুন স্মার্টফোন কতটা সাড়া জাগাতে পারবে, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেক বাজার গবেষক।


Ref:-  http://www.prothom-alo.com/detail/news/359462

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #9 on: June 11, 2013, 10:06:15 AM »
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের বাজারে ছাড়া নতুন যন্ত্রগুলোর মধ্যে ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আইফোন। নতুন আইফোন বাজারে আসার সঙ্গে সঙ্গে অ্যাপলপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়েন কেনার জন্য। তবে সে সময়ে আবার পুরোনো মডেলের আইফোনটি বিক্রির জন্যও চেষ্টা করতে থাকেন! বিষয়টি অনেক দিন ধরেই চলছে। নতুন আইফোন কেনার আগে ব্যবহারকারীরা পুরোনো আইফোন বিক্রি করে ফেলেন। এমন সেবা দিচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও। তবে এবার এ সেবাটি সরাসরি অ্যাপলই দেবে বলে জানা গেছে!
প্রকাশিত সংবাদ অনুযায়ী অ্যাপল চলতি মাস থেকে পুরোনো আইফোনের বিনিময়ে নতুন আইফোন দেবে। এ জন্য ‘ট্রেড-ইন-প্রোগ্রাম’ নামে একটি বিশেষ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। এ কার্যক্রমের সঙ্গে সহযোগী হিসেবে একটি মোবাইল ফোন পরিবেশক প্রতিষ্ঠানও যুক্ত থাকছে। নতুন এ কার্যক্রমের ফলে পুরোনো আইফোনের সঙ্গে কিছু বাড়তি অর্থের বিনিময়ে নতুন আইফোন পাবেন ব্যবহারকারীরা। তবে এ ব্যাপারে যথারীতি অ্যাপল কর্তৃপক্ষ তেমন কিছুই জানায়নি।


Ref:-  http://www.prothom-alo.com/detail/news/359463

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #10 on: June 20, 2013, 11:01:50 AM »
সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন আনল হুয়াওয়ে


সারা বিশ্বে যখন স্মার্টফোনের বাজার ক্রমেই বাড়ছে, তখন স্মার্টফোনে নানা ধরনের ফিচার যুক্ত করা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের গবেষণা অব্যাহত রেখেছে। সময়ের ধারার সাথে পাল্লা দিয়ে স্মার্টফোনের আকার নিয়ে যেন গবেষণার শেষ নেই। এরই ধারাবাহিকতায় এবারে চীনের জায়ান্ট হুয়াওয়ে তৈরি করেছে 'অ্যাসেন্ড পি৬' মডেলের নতুন স্মার্টফোন, যাকে তারা দাবী করছে বিশ্বের সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন হিসেবে। হুয়াওয়ে জানিয়েছে, নতুন এই স্মার্টফোনের পুরুত্ব মাত্র ৬.১৮ মিলিমিটার বা ০.২৪ ইঞ্চি। পুরুত্বের দিক দিয়েই এটি বিশ্বের সকল স্মার্টফোনকে পাল্লা দিলেও আধুনিক স্মার্টফোন হিসেবে এর আরও বেশকিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। এর মধ্যে অবশ্যই বলতে হবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। স্মার্টফোনে রেয়ার ফেসিং ক্যামেরায় ১২ মেগাপিক্সেল হরহামেশাই দেখা গেলেও ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ৫ মেগাপিক্সেল এখনও সংযুক্ত করতে পারেনি কোনো স্মার্টফোন নির্মাতা। হুয়াওয়ে জানিয়েছে, সবচেয়ে কম পুরুত্বের এই স্মার্টফোন তৈরি করতে তারা সবচেয়ে কম পুরুত্বের এবং সরু সার্কিটবোর্ড তৈরি করেছে। ডিসপ্লের আকৃতি হিসেবে এটি হুয়াওয়ের সাড়া জাগানো অ্যাসেন্ড পি১-এর সমান, অর্থাত্ ৪.৭ ইঞ্চি। তবে অ্যাসেন্ড পি-১-এর চাইতেও এটি ৩ মিলিমিটারের চেয়েও কম পুরুত্ববিশিষ্ট। আইফোন ৫-এর চাইতেও এটি সরু। ১২০ গ্রাম ওজন নিয়ে ওজনের দিক থেকেও সমমানের কনফিগারেশনের সবচেয়ে কম ওজনের সেটগুলোর মধ্যে এটি একটি। প্রসেসর হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর। এর বিল্ট-ইন স্টোরেজ অবশ্য একটু কম, ৮ গিগাবাইট। তবে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। ২ গিগাবাইট র্যাম, ৮ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ক্যামেরা আর অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেম নিয়ে অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটি হুয়াওয়ে'র স্মার্টফোনের বাজারকে চাঙ্গা করে তুলবে বলেই আশা করছে হুয়াওয়ে। স্যামসাং আর অ্যাপল'র পর বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারকে যথেষ্টই উন্মুক্ত বলেই মনে করছে তারা। হুয়াওয়ে ডিভাইসের চিফ মার্কেটিং অফিসার শাও ইয়াং-এর ভাষ্য অনুযায়ী, গত বছরে তারা বিশ্বব্যাপী প্রায় ৩০ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করে। সেখান থেকে এই বছরে তাদের বিক্রির লক্ষ্যমাত্রা ৬০ মিলিয়ন।

Ref:-  http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDZfMjBfMTNfMV8zM18xXzQ5ODgw

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #11 on: July 02, 2013, 11:05:26 AM »
আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন

মোবাইল অপারেটিং সিস্টেমের জগতে গুগল'র অ্যান্ড্রয়েড আর অ্যাপল'র আইওএস-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই মজিলা ফাউন্ডেশন তৈরি করেছে ফায়ারফক্স ওএস। বছরের শুরু থেকেই উন্মুক্ত এই মোবাইল অপারেটিং সিস্টেমটি ছিল আলোচনায়। অবশেষে এই অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন যাত্রা শুরু করছে আজ। স্পেনের মোবাইল অপারেটর টেলিফোনিকার ব্যানারে জেডটিই'র হ্যান্ডসেটে যাত্রা শুরু করছে এই স্মার্টফোন। এইচটিএমএল৫-নির্ভর এই অপারেটিং সিস্টেমসমৃদ্ধ জেডটিই ওপেন স্মার্টফোনের মূল্য রাখা হয়েছে মাত্র ৬৯ ইউরো বা ৯০ ডলার। এই টাকার মধ্যে আবার গ্রাহকদের জন্য এয়ারটাইমও অন্তর্ভুক্ত রয়েছে। আবার মাসে ৩ ডলারের কিস্তিতেও বিক্রি হবে এই ফোন। দামের দিক থেকে সস্তা এই ফায়ারফক্স ফোন অবশ্য কনফিগারেশনের দিক থেকেও খুব বেশি এগিয়ে নেই। ৩.৫ ইঞ্চি ডিসপ্লে'র (রেজ্যুলেশন ৪৮০ বাই ৩২০ পিক্সেল) এই ফোনে রয়েছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট ফ্ল্যাশ মেমোরি এবং ৪ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড। টেলিফোনিকা এবং মজিলার পক্ষ থেকে জানানো হয়েছে, হাই কনফিগারেশন নয় বরং যাদের লক্ষ ব্যয়সাশ্রয়ের দিকে, তাদের জন্যই এই ফোন। গ্রাহকরা খুব সহজে ব্যবহার করতে পারবে এই অপারেটিং সিস্টেমটি। এতে অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতাও সম্পূর্ণ ভিন্ন বলেই জানিয়েছে তারা।


Ref:-  http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDdfMDJfMTNfMV8zM18xXzUyNzgz

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #12 on: July 18, 2013, 10:58:05 AM »
রোগের তথ্য জানাবে স্মার্টফোন

রোগসংক্রান্ত তথ্যাদি জানাবে স্মার্টফোন। এ জন্য ক্ষুদ্রাকৃতির আলট্রাসাউন্ড স্ক্যানার যুক্ত করা হবে স্মার্টফোনের সঙ্গে। স্ক্যানারটি মানুষের শরীরের বিভিন্ন অংশের ওপর রাখলেই ভেতরের চিত্র স্মার্টফোনের পর্দায় প্রদর্শিত হবে। ট্যাবলেট কম্পিউটারেও ব্যবহার করা যাবে এটি। ইতিমধ্যে 'মোবিইউএস' নামের বিশেষ প্রযুক্তির আলট্রাসাউন্ড স্ক্যানার তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। উচ্চগতির সাউন্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এটি গর্ভাবস্থায় শিশুর হার্ট, ফুসফুস, যকৃত এমনকি পিত্তথলির ছবি তুলে ধরবে। ফলে চিকিৎসকদের জন্য রোগ নির্ণয়ের কাজটি বেশ সহজ হবে।বর্তমানে হাসপাতালে রোগ নির্ণয়ে ব্যবহার করা বিভিন্ন আলট্রাসাউন্ড স্ক্যানার আকারে বেশ বড়। দাম বেশি হওয়ায় সহজলভ্যও নয়। এ সমস্যার সমাধান করতেই নতুন প্রযুক্তির বহনযোগ্য আলট্রাসাউন্ড স্ক্যানার তৈরি করেছেন বিজ্ঞানীরা। এ জন্য তাঁদের সময় লেগেছে প্রায় তিন বছর। ব্যাটারিতে চলা স্ক্যানারটির দাম সাত হাজার পাউন্ড।

Ref:--  http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=news&pub_no=1307&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=2

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #13 on: August 01, 2013, 10:15:04 AM »
আইফোনে থাকতে পারে বায়োমেট্রিক স্ক্যানার

আইফোনের পরবর্তী সংস্করণে বায়োমেট্রিক স্ক্যানার সুবিধা যুক্ত হচ্ছে- এ আলোচনা এখন প্রযুক্তিবিশ্বে। সম্প্রতি বাজারে আসা 'আইওএস৭'-এর পরীক্ষামূলক সংস্করণে বায়োমেট্রিক স্ক্যানার কাজ করে এমন কোডের অস্তিত্ব দেখে বিশ্লেষকরা এ ধারণা করছেন। সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
বায়োমেট্রিক স্ক্যানার সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীর নিরাপত্তা বাড়বে। এই সুবিধা পেতে ব্যবহারকারীকে প্রথমে আঙুলের ছাপ স্ক্যান করে সংরক্ষণ করতে হবে। পরে আঙুলের ছাপ মিলিয়ে চালু হবে ফোন।
আইপ্যাডেও এ সুবিধা যুক্ত হবে বলে ধারণা করছেন অনেকে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ।



Ref:-  http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=news&pub_no=1321&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=2

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: Smart Phone.
« Reply #14 on: August 04, 2013, 10:33:30 AM »
অ্যান্ড্রয়েডে এল মাইক্রোসফটের অফিস অ্যাপ

আইফোনের পর অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অফিস সফটওয়্যারটি অ্যাপ্লিকেশন আকারে উন্মুক্ত করল মাইক্রোসফট। বছরে ১০০ মার্কিন ডলার খরচ করলে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনে অ্যাপ আকারে অফিস ব্যবহার করা যাবে। অর্থাত্, মুঠোফোনে ইন্টারনেট সংযোগ চালু না থাকলেও ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারের সুযোগ থাকবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।
৩১ জুলাই শুধু অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘অফিস মোবাইল’ অ্যাপ উন্মুক্তের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। অবশ্য মাইক্রোসফটের জনপ্রিয় এ সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটে ব্যবহার করা যাবে না। এর আগে চলতি বছরের জুন মাসে আইফোনের অ্যাপ্লিকেশন আকারে অফিস সফটওয়্যারটি উন্মুক্ত করেছিল মাইক্রোসফট।মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, এখন উইন্ডোজ ফোন, আইফোন ও অ্যান্ড্রয়েড তিন মোবাইল প্ল্যাটফর্মেই অফিস ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।মাইক্রোসফট জানিয়েছে, গুগলের প্লে স্টোর থেকেই অফিস অ্যাপ ডাউনলোড করা যাবে। অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণের পরবর্তী সংস্করণগুলোতেই কেবল অফিস অ্যাপটি সমর্থন করবে।অবশ্য অফিস সফটওয়্যারটি কবে নাগাদ ব্ল্যাকবেরি প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফটের কর্তৃপক্ষ।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, আপাতত আইপ্যাড বা অ্যান্ড্রয়েনির্ভর ট্যাবলেটে অ্যাপ আকারে অফিস উন্মুক্ত না করলেও মাইক্রোসফটের ‘সারফেস’ ব্যর্থতার পর শিগগিরই এ নিয়ে ভাবতে শুরু করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে আইপ্যাড ও অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য অফিস ওয়েব অ্যাপস নামের বিশেষ সুবিধা রেখেছে মাইক্রোসফট যাতে ইন্টারনেটে থাকা অবস্থাতেই কেবল তা ব্যবহার করা যায়।


Ref:--  http://www.prothom-alo.com/technology/article/33224/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A1%E0%A7%87_%E0%A6%8F%E0%A6%B2_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8_%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA