Entertainment & Discussions > Story, Article & Poetry

Poem (ঘর)

(1/1)

Mohammad Nazrul Islam:
ঘর

ভেরন কাঠের ঘর বেধেঁছি
নিলাম নামের ভিটায়
জীবন হাটের পদ-ধূলিতে
দুঃখের কণা ছিঁটায় ।।

ভাংগা-গড়ার খেলা-ধূলা
চলছে অবিরত,
জীবন ঘরের চালা ফুটো
ঝড়ছে দুঃখ-শোকের ক্ষত।।
 
অটন-টানের বাধঁন খশা
গুন ধরেছে বারে,
হেলা-ফেলার সময় স্রোতে
পেলা গিয়েছে সরে ।।

এমিন চলা যায় না বলা
অজানা কোন ঝড়ে,
ঘরখানা মোর হুমড়ি খেয়ে
ভেঙ্গে-চুড়ে পড়ে ।।

Navigation

[0] Message Index

Go to full version