Faculty of Science and Information Technology > Science and Information
আন্তঃ বিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রা
(1/1)
arif_marias:
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য আন্তঃ বিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার তারিখ পরিবর্তন করে ২২-২৩ মার্চ করা হয়েছে। রেজিস্ট্রেশন-এর শেষ সময় আগামী ১৮ ই মার্চ ২০১৩। ৭০ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, এবং একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ৫ টি দল অংশ নিতে পারবে। তবে আসন শূন্য থাকা সাপেক্ষে অতিরিক্ত দল সুযোগ পেতে পারে।
প্রথম ১০টি বিজয়ী দলের জন্য থাকছে নগদ আর্থিক পুরষ্কার এবং চ্যাম্পিয়ন দলের প্রত্যেককে ল্যাপটপ দিয়ে পুরষ্কৃত করা হবে।
বিস্তারিতঃ
http://nsucc.org/cybernauts/nsucpc/
https://www.facebook.com/events/213586748779970
Navigation
[0] Message Index
Go to full version