ডেস্কটপ পিসির টিকে থাকার লড়াই

Author Topic: ডেস্কটপ পিসির টিকে থাকার লড়াই  (Read 1028 times)

Offline Shamsuddin

  • Full Member
  • ***
  • Posts: 177
  • Test
    • View Profile
ডেস্কটপ পিসির টিকে থাকার লড়াই

নিত্য-নতুন প্রযুক্তির আবির্ভাবে পিছিয়ে পড়ছে ডেস্কটপ কম্পিউটার। অন্যদিকে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও টাচ নিয়ন্ত্রিত অপারেটিং সিস্টেমের ফলে ব্যাপক জনপ্রিয়তা এখন হালকা-পাতলা ট্যাবলেট ডিভাইসের। ফলে ডেস্কটপ পিসির জায়গা দখল করছে বিভিন্ন ডিভাইস। এ কারণে এখন ডেস্কটপ পিসির টিকে থাকার লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিস দৈনিক ইউএসএ টুডে।

ইতোমধ্যে গুগল দেখিয়েছে সর্বাধুনিক প্রযুুক্তির কম্পিউটিং ডিভাইস ক্রোমবুক পিক্সেল। ফোরজি ইন্টারনেট ব্যবহারের উপযোগী ডিভাইসটিতে টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ক্রোমবুক পিক্সেলে রয়েছে ক্লাউড সার্ভারে এক টেরাবাইট ডেটা সংরক্ষণ ব্যবস্থা। একই ধরনের সর্বাধুনিক প্রযুক্তির ডিভাইস বাজারে নিয়ে এসেছে অ্যাপল, স্যামসাং এমনকি ই কমার্স সাইট অ্যামাজন।
এক সময়কার জনপ্রিয় ডেস্কটপ পিসির নির্মাতা প্রতিষ্ঠান ডেল, হিউলেট-প্যাকার্ড (এইচপি) পণ্যের চাহিদা বর্তমানে ইতিহাসের সর্বনিম্নে অবস্থান করছে। এদিকে গত এক দশকে যুক্তরাষ্ট্রে ডেস্কটপ পিসির চাহিদা প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান গার্টনার। একই সময়ে ল্যাপটপ পিসির বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায়। কিন্তু গত দুই বছরে সে জায়গাটিতেও আসে ব্যাপক নতুনত্ব আর পরিবর্তন । এখন ট্যাবলেট ডিভাইস বর্তমান ও আগামীর বাজারে নেতৃত্ব দেবে বলে জানিয়েছে আরেকটি প্রযুক্তিপণ্য গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস।

ট্যাবলেট ডিভাইসের জন্যে রয়েছে বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের উন্নত সংস্করণের অপারেটিং সিস্টেম। এতে ২০১২ সালের চতুর্থ প্রান্তিকে গুগলের ট্যাবলেট ডিভাইস ও স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বিশ্বজুড়ে প্রায় ৭০% বাজার দখল করেছে।

সবকিছু দেখে ডেস্কটপ আর ল্যপটপের জায়গাটি ট্যাবলেট ও মোবাইল ডিভাইসের দখলে যাওয়া এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন, ভবিষ্যত দ্রষ্টা পল সাফফো।

Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka