Religion & Belief (Alor Pothay) > Namaj/Salat

সলাতে অবহেলার শাস্তি

(1/1)

najim:


‎● ► সলাতে অবহেলার শাস্তি

রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ

“যে ব্যক্তি ক্বুর'আন মাজীদ মুখস্ত করে পরে ভুলে ফেলেছে, আর যে ব্যক্তি ফরয সলাত আদায় না করে শুয়ে পড়েছে কিয়ামত দিবসে উভয়কে পাথর ছুড়ে মাথা ভেঙ্গে দেয়া হবে।”

সহীহ আল-বুখারী, হাদীস ১১৪৩

Navigation

[0] Message Index

Go to full version