Re: Health benefit of Aloe vera.

Author Topic: Re: Health benefit of Aloe vera.  (Read 1660 times)

Offline nmoon

  • Full Member
  • ***
  • Posts: 234
  • Test
    • View Profile
রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ভবিষ্যতে পাল্টে যাবে সার্চ জায়ান্ট গুগলে কোনো কিছু নিয়ে সার্চ করার উপায়টিও। এবিসি নিউজ জানিয়েছে, ভবিষ্যতে ব্যবহারকারীরা তাদের কণ্ঠ দিয়েই ইন্টারনেটে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করতে পারবেন বলেই জানিয়েছে গুগল।

 Ã Â¦â€¡Ã Â¦Â¨Ã Â§ÂÃ Â¦Å¸Ã Â¦Â¾Ã Â¦Â°Ã Â¦Â¨Ã Â§â€¡Ã Â¦Å¸Ã Â§â€¡ তথ্য অনুসন্ধান পুরোটাই কণ্ঠ নির্ভর হবে বলে সম্প্রতি বলেছেন গুগলের সার্চ ইঞ্জিন প্রধান অমিত সিংহাল। সিংহালের মতে ভবিষ্যতে ইন্টারনেট সার্চিং হবে কণ্ঠ নির্ভর। কম্পিউটার মনিটরের সাদা পেইজে টাইপ করে নয়, বরং ক্লাসিক সাই-ফাই মুভি স্টার ট্রেকের মতো কম্পিউটারের সামনে দাঁড়িয়ে প্রয়োজনীয় তথ্যের ব্যাপারে অনুসন্ধান চালালেই হবে। কম্পিউটার তাৎক্ষণিকভাবে সব তথ্য সামনে নিয়ে আসবে ব্যবহারকারীর।

তবে এজন্য যে প্রযুক্তিগত আরো অগ্রগতি প্রয়োজন সেটাও এবিসি নিউজের কাছে স্বীকার করেছেন সিংহাল। কণ্ঠ নিয়ন্ত্রিত ইন্টারনেট সার্চিং সুবিধা পুরোদমে চালু হতে ভয়েস কন্ট্রোল এবং সেন্সরি টেকের মতো অনেক প্রযুক্তিই আরো উন্নত হওয়া প্রয়োজন।

কণ্ঠ নিয়ন্ত্রিত ইন্টারনেট সার্চিং প্রযুক্তি চালু করতে এখনই কাজ শুরু করে দিয়েছে গুগল। সাম্প্রতিক সময়ে গুগলের বানানো ‘গুগল গ্লাস’ ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারেন কণ্ঠ দিয়েই। ফেব্রুয়ারি মাসেই প্রচারিত এক টিজার ভিডিওতে এর প্রমাণও দিয়েছিলো গুগল। চোখে গুগল গ্লাস পরা অবস্থায় ‘ওকে গ্লাস, গুগল জেলিফিস’ নির্দেশ দেয়ার সঙ্গে সঙ্গেই গ্লাসটির মনিটরে চলে আসে জেলিফিস সম্পর্কিত বিভিন্ন তথ্য।

Offline nmoon

  • Full Member
  • ***
  • Posts: 234
  • Test
    • View Profile
Re: Health benefit of Aloe vera.
« Reply #1 on: March 14, 2013, 05:01:37 PM »
Very informative post.