Help & Support > Common Forum/Request/Suggestions

Life partner more important than your career

(1/1)

Sultan Mahmud Sujon:
জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নিচ্ছো, তা তোমার ক্যারিয়ারের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি তুমি এমন কাউকে পাও যে তোমার মন খুশিতে ভরিয়ে দিতে পারে, যার সঙ্গে তোমার মূল্যবোধ মিলে যায়, যে তোমাকে সম্মান করে, তোমার বাইরের সবকিছু, সাফল্য, ব্যর্থতা—সবকিছুকে অগ্রাহ্য করে শুধু "মানুষটি তুমি" বলেই তোমাকে ভালোবাসে; তাহলে পৃথিবীর কোনো কিছু তোমাকে অসুখী করতে পারবে না। —
সালমান খান

Sultan Mahmud Sujon:
What you choose as a partner, it is much more important than your career. If you find someone that can fill your mind, which are matched with your values, that respects you, your external things, success, failure - everything you need to override the "man that" he loves you, then you have a bit of earth can not be unhappy. -
Salman Khan

Navigation

[0] Message Index

Go to full version