Religion & Belief (Alor Pothay) > Islam
Hadish
(1/1)
Karim Sarker(Sohel):
হযরত আবু হুরায়রা রাঃ বলেন, রাসুলুল্লাহ
ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'আমার
সকল উম্মতই বেহেশতে যাবে,
তবে যে বেহেশতে যেতে অসম্মত সে ব্যতীত' ।
জিজ্ঞাসা করা হল, কে অসম্মত ?রাসুলুল্লাহ
ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'যে আমার
বাধ্যতা স্বীকার
করেছে সে বেহেশতে যাবে এবং যে আমার অবাধ্য
হয়েছে সে বেহেশতে যেতে অসম্মত' ।
--বুখারী
Navigation
[0] Message Index
Go to full version