IT Help Desk > Internet

দেশের ৯৯ ভাগ এলাকা নেটওয়ার্কের আওতায়

(1/1)

najim:
দেশের ৯৯ ভাগ এলাকা নেটওয়ার্কের আওতায়
২০ মার্চ,২০১৩
 

ঢাকা: দেশের ৯৯ ভাগ এলাকা ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় এসেছে বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এছাড়া ইন্টারনেটের গতি সাত জিবিপিএস থেকে ২০০ জিবিপিএসে উন্নীত হয়েছে।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এ তথ্য প্রকাশ করেন।

বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত '‌‌খসড়া জাতীয় টেলিযোগাযোগ নীতি ও আইসিটির মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন রোডম্যাপ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ তথ্য জানান।

রাজধানীর সিরডাপ মিলেনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ, পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য ড. শরীফ ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এই ভ্যাট কমালে তা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে টেকসই উন্নয়নের পাশাপাশি সবুজ উন্নয়ন দরকার। কিন্তু গত চার বছরে টেলিযোগাযোগ প্রযুক্তির বিক্ষিপ্ত প্রয়োগ করা হলেও এখন পর্যন্ত সমন্বিত পদক্ষেপ নেয়া হয়নি।

Navigation

[0] Message Index

Go to full version