IT Help Desk > IT Forum
Microsoft stop all support for Windows XP
(1/1)
Mohammed Abu Faysal:
বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ এক্সপির সব ধরনের সমর্থন ও উৎপাদন বন্ধ করে দিচ্ছে। আগামী বছরের ৭ এপ্রিলে আনুষ্ঠানিক এ ওএসের উন্নয়নকাজ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। এ সময়সীমার পর উইন্ডোজ এক্সপি ব্যবহার করতে চাইলে বার্ষিক দুই থেকে পাঁচ লাখ ডলার খরচ হবে। উইন্ডোজ এক্সপির কিছু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। এ ওএসে ৩০০ মেগাহার্টজের নিচে প্রসেসর গতি সমর্থন করে না। সেই সাথে এর পূর্ববর্তী সংস্করণগুলোয় ইউএসবি ২.০ও ব্যবহার করা যায় না। এসব সমস্যার পরও ২০০১ সালে অবমুক্ত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পায় উইন্ডোজ এক্সপি। সহজ ইন্টারফেস এবং অধিক নিরাপত্তার কারণে করপোরেট ও ব্যক্তি উভয় খাতেই এ উইন্ডোজ ওএসটি ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে।
Ref:- http://www.dailynayadiganta.com/new/2013/04/12/161520.htm
Navigation
[0] Message Index
Go to full version