Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

Quaran er alo

(1/1)

bipasha:
হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ্‌ তা'আলা সেই বান্দার প্রতি রাজি হয়ে যান, যে কোন লোকমা খেলে সে জন্য আল্লাহর শোকর আদায় করে কিংবা এক ঢোক পানি পান করলে সেজন্য আল্লাহর শোকর আদায় করে।

{সহীহ মুসলিম,হাদিস-১৭৩৪}

আমাদের উচিৎ খাবার খাওয়ার শুরুতে আল্লাহ্‌ তালার নাম নিয়ে খাবার খাওয়া শুরু করা এবং খাবার শেষে আল্লাহ্‌ তা'আলার শোকরিয়া আদায় করা। এক গ্লাস পানির কথাই চিন্তা করুন। তা কতটি ধাপ পেরিয়ে আমাদের কাছে আসে। সমুদ্র,নদী-নালা থেকে বাষ্পীভবনের মাধ্যমে পানি মেঘে পরিণত হয়, তারপর তা মেঘে পরিণত হয়,মেঘ থেকে বৃষ্টি হয়ে তা আবার পৃথিবীতে নেমে আসে। তারপর সে পানি ভূ-গর্ভে চলে যায়, নদী-নালা, সমুদ্র, ঝর্ণা ইত্যাদিতে ছড়িয়ে যায়, তাপর আমরা সে পানি কত সহজেই না পান করতে পারি। এই এক গ্লাস পানি যদি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে হতো তাহলে আমরা কতই না কষ্টের সম্মুখীন হতাম। তাই আমাদের স্বাভাবিক ভাবেই এসব নিয়ামতগুলোর দিকে তাকিয়ে আল্লাহ্‌ তা'আলার শুকরিয়া আদায় করা উচিৎ। আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে তাঁর শোকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিক। আমীন।

## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।

russellmitu:
 Alhamdulillah

Navigation

[0] Message Index

Go to full version