IT Help Desk > ICT
Apps find out partner for you.
(1/1)
Mohammed Abu Faysal:
যারা এখনো মনের মানুষ খুঁজে পাননি, তাদের সহায়তায় তৈরি হয়েছে নতুন অ্যাপ্লিকেশন। মনের মতো সঙ্গী খুঁজতে সহায়তা করবে ডেটিং অ্যাপগুলো। এমন একটি অ্যাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্রযুক্তি প্রতিষ্ঠান টিন্ডার। নির্মাতা প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিলিয়েই অ্যাপটির নাম রাখা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী তার আশপাশে থাকা বিপরীত লিঙ্গের মানুষের তথ্য ও ছবি যাচাই করার সুযোগ পাবেন। একে অন্যের তথ্য যাচাইয়ের পর পছন্দ হলে মেসেজের মাধ্যমে তাদের কথোপকথনের সুযোগ দেবে অ্যাপটি। টিন্ডারের সিইও শিন র্যাড জানান, আপনার সাথে মানসিকতার মিল আছে এমন কাউকে খুঁজে বের করবে টিন্ডার। এর মাধ্যমে দু’জনের মধ্যে অন্তরঙ্গ আলাপ জমে উঠবে। গত বছরের সেপ্টেম্বরে বাজারে আসার পর থেকে এ অ্যাপটির সেবা নিয়েছেন এক কোটি যুগল। তবে শুধু অ্যাপলের ডিভাইস ব্যবহারকারীরাই টিন্ডারের সেবা নিতে পারছেন। অ্যাপটি ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে। এরপর ব্যবহারকারীর মানসিকতার সাথে তাল মিলিয়ে সম্ভাব্য মনের মানুষের তথ্য উপস্থাপন করে। এসব অ্যাপে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করতে হবে। এ জন্য ব্যবহারকারীরা ভুয়া পরিচয় দেয়ার সুযোগ পাবেন না।
Navigation
[0] Message Index
Go to full version