IT Help Desk > IT Forum
তোতা নয় এখন কথা বলবে আপনার পিসি
(1/1)
kaziarif:
অনেকের কাছে মনে হবে কিভাবে সম্ভব??
আসুন জেনে নেই কিভাবে সম্ভব এই কাজ।
প্রথমে আপনার পিসির নোটপাড খুলে নিচের জাভাস্ক্রিপ্ট কোডটি লিখুন।
Dim message, sapi
message=InputBox("Hi this is Shaon. Do you want ur computer to speak?","for more tricks visit computertips.lv2lvu.com")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message
এরপর ফাইলটিকে সেভ করুন .vbs এক্সটেনশন দিয়ে।
এরপর ক্লিক করে ফাইলটি ওপেন করুন এবং যা শুনতে চান তাই টাইপ করুন এবং ম্যাজিক দেখু্ন :) ।
Navigation
[0] Message Index
Go to full version