IT Help Desk > IT Forum

Shortcut Keys of Firefox Browser

(1/1)

arefin:
ফায়ারফক্স ব্রাউজার স্বল্প সময়ের মধ্যে ব্যবহারকারীদের মনে ভাল একটি স্থান করে নিয়েছে। যারা ব্রাউজারে দ্রুত কাজ করতে চান তারা শর্টকাট কি গুলো ব্যবহার করে ভাল ফলাফল পেতে পারেন।

মজিলা ফায়ারফক্সের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট:

Alt + Home প্রথম পৃষ্ঠা খুলবে।
Ctrl + + লেখা বড় করতে পারবেন।
Ctrl + - লেখা ছোট করতে।
Ctrl + H ওয়েবসাইট দেখার ইতিহাস (হিস্ট্রি) দেখতে।
Ctrl + T নতুন ট্যাব।
Ctrl +W বর্তমান ট্যাব বন্ধ করতে।
Ctrl + Tab পরবর্তী ট্যাবে যেতে।
Ctrl + Shift + Tab আগের ট্যাবে ফিরে যেতে।

Ctrl + 1 সংখ্যা নির্বাচন করে সরাসরি নির্দিষ্ট সংখ্যার ট্যাবে যাওয়া যাবে।
Ctrl + D বর্তমান পাতাটি বুকমার্ক হিসেবে রাখতে।
Ctrl + L ওয়েব ঠিকানা লিখতে।
Ctrl + K কোনো তথ্য খোঁজার ঘর বা একটি বক্স খুলবে।

F5 পেজ রিফ্রেস বর্তমান পাতাটি আবার দেখতে।

Up এবং Down Arrow: ওপরে এবং নিচে ওঠানামা করার জন্য।
Home এবং End : ওয়েব পেজের একেবারে ওপরে এবং একেবারে নিচে যাওয়ার জন্য।
Spacebar এবং Shift + Spacebar পুরো পর্দার জায়গা নিচে নেমে যাবে এবং ওপরে উঠে যাবে।

Omar Faruk Mazumder:
Thank you for the post. It is helpful for everyone.

Navigation

[0] Message Index

Go to full version