অন্ধ ভিক্ষুক ও ব্যারিস্টার
....................................ফয়সালনা

-----------------------
একদা এক ভিক্ষুক ভিক্ষা করতো হায়
প্লেকাডে’ লিখেছিল আমি গরীব, ভিক্ষা দেন আমায়।
সারাবেলা ভিক্ষার থালি নিয়ে, বসে রইতো ভিক্ষার আশায়
শত লোকের আসা যাওয়ার ভিরে, যেতেন এক ব্যারিস্টার বাবুমশাই
উপর নিচে ফিটফাট, চলে যেতেন সামনে দিয়ে ঠিকঠাক
অন্ধ ভিক্ষুক বসে রইতো ভিক্ষার আশায়……
কিন্তু একবারো না ফিরিয়া চাইতেন ব্যারিস্টার বাবুমশাই,
ভিক্ষুকের প্রশ্ন জাগলো মনে…
তাই হঠাৎ একদিন সাহস করে, ডাকলেন অ-হে বাবুমশাই
শত লোকের আশা যাওয়ার এই রাস্তায়, কত লোকেই না দান করে যায়
আপনার মন কি একবারো কিছু দিতে না চায় ?
প্রশ্ন শুনে মুচকি হেসে ব্যারিস্টার কলম বের করলেন একখানা
তা দিয়ে ভিক্ষুকের হাতে থাকা প্লেকাডে’র পিছনে লিখলেন কিছু একটা,
যা ছিল ভিক্ষুকের অজানা……
পরদিন ব্যারিস্টার বাবুর যাওয়ার পথে ভিক্ষুক ডাকলো পুনরায়
বললো ও বাবু কি এমন মন্ত্র লিখলেন, আমার দিন যে বদলায় !
শুনে মুচকি হেসে উওর দিলেন ব্যারিস্টার—
লিখে ছিলুম আমি এই সুন্দর সকাল, দেখো তোমরা দুই’নয়নে ভাই
“হায়” আমি তা দেখিতে না পাই ।