Entertainment & Discussions > Story, Article & Poetry

আর কত ???

(1/1)

Foysal.Ahmed:
আর কত ?
-----------------------------------ফয়সালনা  :'(
আর কত লাশ পরলে বুঝবি তরা
আরো লাশ পাবি ঐ স্তুপ সরা
আর কত ভবন ধ্বসলে হুশ হবে তদের
ফিরিয়ে দিতে পারবি কি জীবন অদের
আর কত আত'নাদে বাতাস হবে ভারি
শত শত সন্তানের লাশ নিয়ে মা করবে আহাজারি
মেহেদি মুছেনি যে ভাইয়ের হাত থেকে
শরীর শিউরে উঠে অর লাশ দেখে
গভে'র সন্তান নিয়ে মাজননী পরে আছে চাপা
বত'মান ভবিষ্যত কি দিয়ে হবে মাপা
দেখ দেখ ভাঙ্গা দালানের নিচে পরে আছে মেয়েটি
কাছে গিয়ে দেখি পরে আছে নিথর দেহটি
আর কত দিব বল বণ'না ,
এ দেশে লাশের মিছিল শেষ হবে না
শুধু বলবো ঐ পিশাচদের - এবার তরা মানুষ হ
এত লাশ আর লাশ আর কত আর কত :'(

Navigation

[0] Message Index

Go to full version