Faculty of Allied Health Sciences > Pharmacy

Freshers Orientation Program of Pharmacy department held in DIU

(1/1)

Badshah Mamun:
Freshers Orientation Program of Pharmacy department held in DIU


ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ করতে রবিবার রাজধানীর সোবহানবাগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ সোসাইটির সভাপতি ও ৠাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এম মিজানুর রহমান অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আমিনুল ইসলাম এতে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন।

ফার্মেসী বিভাগের প্রধান ড. জাকিয়া সুলতানা সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাইড হেলথ সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. শাহন কেরামত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর প্রফেসর ড. গোলাম মওলা চৌধুরী, ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. সেলিম রেজা, সহকারি অধ্যাপক আরিফুর রহমান।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার রাখী ও নাহিয়ান ফাইরোজ ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বিভাগের পক্ষ থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।   

নাসের শাহরিয়ার জাহিদি বক্তব্যে বলেন, বর্তমানে দেশ বিদেশে বিশেষ করে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোতে ফার্মাসিস্টদের যথেস্ট চাহিদা রয়েছে। ফার্মাসিস্টদের মধ্যে সরাসরি মাত্র ৫ শতাংশ উৎপাদন কাজে নিয়োজিত অবিশিষ্ট ৯৫ শতাংশ জনস্বাস্থ্য-বিষয়ক বিভিন্ন বিভাগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত। দেশ ও সমাজের কল্যাণে তিনি শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা বজায় রেখে পেশাগত দক্ষতা অর্জনের আহবান জানান।

বিশেষ অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুবিধার সর্বোচ্চ ব্যবহারে পেশাগত দক্ষতা বৃদ্ধির কথা বলেন।পরিপূর্ণ মানুষরুপে গড়তে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি নিয়মানুবর্তিতা, সততা ও গুণগত শিক্ষা এ তিনটি বিষয় ধারণের পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৩

Link: http://banglanews24.com/detailsnews.php?nssl=0ce692d16e37c9b2ed32742df0ce8061&nttl=28042013192566

Navigation

[0] Message Index

Go to full version