Educational > General Knowledge

Information is True

(1/3) > >>

Badshah Mamun:
তথ্য সত্য
একজন মানুষ প্রতিদিন গড়ে চার হাজার ৮৫০টি শব্দ উচ্চারণ করেন।

কিছু কিছু মানুষ আনন্দ করতে ভয় পান। একে বলা হয় চিয়ারোফোবিয়া।

গরম পানি ঠান্ডা পানির চেয়ে দ্রুত বরফে পরিণত হয়।

একটি জরিপে জানা গেছে, শতকরা ৯৪ ভাগ শিক্ষক মনে করেন, তিনি অন্য শিক্ষকের চেয়ে ভালো পড়ান!

জার্মানিতে জেল থেকে পালানোর চেষ্টা কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়। কারণ, তাঁরা বিশ্বাস করেন, এটি মানুষের সহজাত প্রবৃত্তি।

চুইংগামের উদ্ভাবক উইলিয়াম সেম্পেল একজন দন্ত চিকিৎসক। তিনি চুইংগাম তৈরি করেছিলেন চোয়ালের ব্যায়ামের জন্য।

অধিকাংশ মানুষের ঘুমিয়ে পড়তে সাত মিনিট সময় লাগে।

Source: http://www.prothom-alo.com/detail/date/2013-05-04/news/349455

Sultan Mahmud Sujon:
আপনাকে ধন্যবাদ, এ সকল পোষ্ট যদি আরো পোষ্ট করা হয় তাহলে, আরো কিছু জানতে পারো, চাইলে এখানেই এই বিষয়ের উপর পোষ্ট করতে পারেন, Information is True

Badshah Mamun:
তথ্য সত্য


* হাঙর একমাত্র মাছ, যারা একসঙ্গে দুটি চোখই পিটপিট করতে পারে

* হাঁচির গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল

* গুহা বা আস্তানা থেকে বের হওয়ার সময় বাদুড় সব সময় বাঁ দিকে বাঁক নেয়

* উটের দুধের দই হয় না

* পেঁয়াজ কাটার সময় চুইংগাম চিবালে চোখে পানি আসে না
Source: http://www.prothom-alo.com/detail/news/351227

Omar Faruk Mazumder:
Dear Badshah vai... . Nice post bro...

R B Habib:
Enlightened. Thank you

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version