Science & Information Technology > Latest Technology
World smallest Robot
(1/1)
Badshah Mamun:
জরুরি উদ্ধার কাজে বা অনুসন্ধানে প্রয়োজন হতে পারে ক্ষুদ্রাকার রোবট। যুক্তরাষ্ট্রের গবেষকেরা তথ্য অনুসন্ধান কাজে ব্যবহার করার জন্য এ ধরনের রোবট মাছি তৈরিতে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম উড়ুক্কু রোবট তৈরির দাবি করেছেন। গবেষকেরা জানিয়েছেন, মাছির সমান ক্ষুদ্রতম রোবটটির উড্ডয়ন পরীক্ষা সফল হয়েছে। এক খবরে জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
গবেষকেরা জানিয়েছেন, প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে মাছি-সদৃশ একটি রোবট তৈরি করেছেন তাঁরা। এ রোবটটি সহজেই আঙুলের ডগায় রাখা যেতে পারে। পতঙ্গ যে কৌশলে বাতাসে ভেসে থাকে ক্ষুদ্রতম উড়ুক্কু রোবটটির ক্ষেত্রেও এমন কৌশলই প্রয়োগ করেছেন গবেষকেরা।
হার্ভার্ডের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস বা এসইএএসের গবেষকেরা প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ক্ষুদ্রাকার রোবট তৈরিতে গবেষণা করছেন। এক দশক ধরে ক্ষুদ্রতম রোবট নিয়ে পরীক্ষা চালানোর পর প্রথমবারের মতো রোবটটি উড়তে সক্ষম হয়েছে।
গবেষক রবার্ট জুনিয়র উড এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রায় ১২ বছরের বেশি সময় ধরে তিনি ‘রোবো বি’ বা রোবট মৌমাছি প্রকল্প নিয়ে কাজ করছেন।
গবেষকেরা আশা করছেন, এই রোবট মৌমাছি জরুরি অনুসন্ধান বা উদ্ধার কাজে ব্যবহার করা যেতে পারে।
এ বিষয়ে আরও তথ্য জানার লিংক http://news.harvard.edu/gazette
Link: http://www.prothom-alo.com/detail/date/2013-05-06/news/350119
Navigation
[0] Message Index
Go to full version