IT Help Desk > IT Forum
Refresh all PC drives with a click
(1/1)
arefin:
আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসিতে সাধারনত ফাংশন কী(F5) অথবা মাউসের ডান বাটন ক্লিক করে মেনু থেকে পিসি রিফ্রেশ দিয়ে থাকি। আমরা ইচ্ছে করলে একই কাজ খুব কম সময়ে নোটপ্যাডে একটি টেক্সট ফাইল ওপেন করে ছোট একটি কোড লিখে .bat ফরমেটে সেভ করে পিসির ডেস্কটপ থেকেই এক ক্লিকেই পিসির সব গুলো ড্রাইভ রিফ্রেশ করে নিতে পারি।
আসুন দেখা যাক কিভাবে কাজটি করা যায়।
এজন্য প্রথমে নোটপ্যাড ওপেন করুন এরপর নিচের কোড গুলো লিখে কোন একটি নাম দিয়ে .bat ফরমেটে সেভ করুন।
Echo Off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree
G:
Tree
এখানে লক্ষ্য করুন বেশ কিছু ড্রাইভ লেটার দেখা যাচ্ছে এ গুলো হচ্ছে আপনার পিসির ড্রাইভ লেটার। আপনি রিফ্রেশ করার জন্য .bat ফাইলটি তৈরি করার আগে দেখে নিন আপনার পিসিতে কত গুলো ড্রাইভ আছে; যত গুলো ড্রাইভ আছে ঠিক ততো গুলো ড্রাইভ লেটার ব্যবহার করুন।
এরপর ফাইলটি তৈরি হয়ে গেলে ডেস্কটপে রাখুন এবং প্রয়োজনে রিফ্রেশ করার সময় একটি ক্লিক করে দেখুন আপনার পিসিটি ডস মুডে সব গুলো ড্রাইভ রিফ্রেশ করছে।
sethy:
Informative post
Omar Faruk Mazumder:
It works ... Good one.
Navigation
[0] Message Index
Go to full version