IT Help Desk > Internet

Adobe give their support by Cloud technology.

(1/1)

Mohammed Abu Faysal:
জনপ্রিয় গ্রাফিকস সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাডোবি সিস্টেমস নিজেদের সব সফটওয়্যার-সেবা ক্লাউড-ভিত্তিক সেবার মাধ্যমে দেবে। সম্পূর্ণ ক্লাউড প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার এ সিদ্ধান্ত সম্প্রতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, এখন থেকে অ্যাডোবির তৈরি ইলাস্ট্রেটর, ফটোশপ ও অ্যাক্রোবেট রিডারের মতো জনপ্রিয় সফটওয়্যারের পাশাপাশি তাদের সব সফটওয়্যার-সেবা পাওয়া যাবে সাবস্ক্রিপশন পদ্ধতিতে। অর্থাৎ, ক্লাউড প্রযুক্তিতে সফটওয়্যারগুলোর সর্বশেষ হালনাগাদ ও নতুন সফটওয়্যার রাখা হবে। যাঁরা এসব সফটওয়্যার ব্যবহার করতে চান, তাঁরা নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফির বিনিময়ে ওই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। এর আগে গত বছর পরীক্ষামূলকভাবে ক্লাউড-ভিত্তিক সেবায় নিজেদের সফটওয়্যারগুলো রেখেছিল অ্যাডোবি। এতে ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ ব্যবহারকারী অর্থের বিনিময়ে সাবস্ক্রাইবার হয়েছেন।
অ্যাডোবির জ্যেষ্ঠ বিপণন পরিচালক স্কট মরিস বলেন, ‘আমরা নতুনভাবে আগের সেবাই গ্রাহকদের সহজভাবে দিতে এমন উদ্যোগ নিয়েছি। আশা করছি, গ্রাহকেরা এতে আরও স্বাচ্ছন্দ্যে অ্যাডোবির সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাবেন।’ সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের সিদ্ধান্ত দারুণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। তাঁদের মতে, এতে গ্রাহকেরা ইচ্ছামতো শুধু সাবস্ক্রিপশন ফি দিয়েই সফটওয়্যার সেবা নিতে পারবেন। তবে এখন অ্যাডোবির সফটওয়্যারগুলো এ পদ্ধতিতে ব্যবহারের ব্যাপারে আগ্রহী হয়ে উঠলে অ্যাডোবির আয় অনেক বাড়বে বলেও ধারণা বিশ্লেষকদের।
অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের তৈরি ‘সিএস ৬’ সফটওয়্যারের মতো পুরোনো সফটওয়্যারগুলো এখনই বিক্রি বন্ধ হচ্ছে না। আরও কিছুদিন এ সফটওয়্যারগুলো কেনার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। তবে পরবর্তী সময়ে এ সফটওয়্যারের আর কোনো হালনাগাদ বাজারে আনা হবে না। নতুন পদ্ধতিতে গ্রাহকেরা মাসিক কিংবা বার্ষিক ভিত্তিতে সফটওয়্যার ব্যবহারের জন্য অনলাইন সাবস্ক্রিপশন করে নিতে পারবেন। অন্যান্য সফটওয়্যারের মতো জনপ্রিয় সফটওয়্যার ফটোশপের ক্ষেত্রেও মাসিক সাবস্ক্রিপশন-সুবিধা চালু হতে পারে বলে জানা গেছে।

Ref:-http://www.prothom-alo.com/detail/date/2013-05-09/news/350700

Navigation

[0] Message Index

Go to full version