IT Help Desk > Use of PC

Use webcam by KMP player-কেএমপি প্লেয়ার দিয়ে ওয়েবক্যাম এর ব্যবহার

(1/1)

Sultan Mahmud Sujon:
ভুল করে শিখে নিলাম, কেএমপি প্লেয়ার দিয়ে ওয়েবক্যাম এর ব্যবহার, আবাক হলেও সত্যি, আপনি নিজে চেস্টা করে দেখুন হয় কি না, আমার ওয়েবক্যামটি প্লাগ এন্ড প্লে। ওয়্ক্যোমটি ইউএসবি পোর্ট এ লাগানোর পর নিচের নিয়ম অনুসরন করুন।

প্রথমে আপনার কেএমপি প্লেয়ারটি ওপেন করুন




কিবোর্ড থেকে Ctrl + w  এক সাথে প্রেস করুন, দেখুন আপনার কাজ হয় কি না।




কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ

Navigation

[0] Message Index

Go to full version