নেইমারকে পেতে রিয়ালের ১০০ মিলিয়নের বাজি
হোসে মরিনহোর কোচিংয়ের তৃতীয় বছরেও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট ঘরে তোলা হয়নি রিয়াল মাদ্রিদের। ‘স্পেশাল ওয়ান’ স্পেন ছাড়ার জন্য উড়ুউড়ু করছেন। গুজব উঠেছে মাদ্রিদ ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। এর মাঝেই নতুন করে ঘর গোছানোর জন্য ব্যস্ত হয়েছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজ। নেইমারকে পেতে রেকর্ড ১০০ মিলিয়নের বাজি ধরেছেন তিনি।
ব্রাজিল ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি শেষের দিকে নেইমারের। আর ঠিক এই সময়েইে ইউরোপে পাড়ি জমাতে ইচ্ছুক ব্রাজিল হটসেশন। তাই নেইমারকে শিবিরে ভেড়াতে মরিয়া হয়েছেন পেরেজ। লাতিন আমেরিকার দেশটিতে ইতোমধ্যেই দুই জন প্রতিনিধি পাঠিয়েছেন তিনি। এক্ষেত্রে মাদ্রিদের সঙ্গে সান্তোসের চুক্তি হলে তা ট্রান্সফারের নতুন রেককর্ড গড়বে। কারণ, নেইমারের মাথায় ১০০ মিলিয়নের ট্যাগ রয়েছে। আর নেইমারের জন্য ১০০ মিলিয়ন খরচ করতে রাজি পেরেজ। সেক্ষেত্রে ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর ৮০ লাখ মিলিয়নের ট্রান্সফার রেকর্ড ভেঙ্গে যাবে।
তবে নেইমারের বহুল আলোচিত ট্রান্সফারে বড় বাঁধা তার ‘স্বত্ত্ব’। নেইমারের ১০ শতাংশ স্বত্ত্ব সান্তোসের, গ্রুপো সোন্দর ৪০ শতাংশ আর তার বাবার ৫০ শতাংশ।
Source:
http://unify24.com/newspaper/detail/77366