আমি???

Author Topic: আমি???  (Read 1188 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 178
  • Test
    • View Profile
আমি???
« on: May 12, 2013, 01:08:56 PM »
আমি???
   
আমি দল করি না,
করি দলা’দলি;
চমচিকার খোলসে থাকি,
ছাড়ি কথার ফুল-ঝুড়ি।।

আমি শাসন-ত্রাসন কষি,
কাপাই সারা-বিশ্ব;
চুট্টার লুড্ডা ধরনে আমার,
অব-গমনে লোকাই দৃশ্য।।

আমি শক্তি ধারন করি,
খেয়ে মানুষের রক্ত;
আবার নিজের প্রয়োজনে সাজি,
-সেই, মানুষের ভক্ত।।

আমি নল-বাজী করি,
খেলি ক্ষমতার খেলা;
ইংগিতে মোর রবির উদয়,
বিংগিতে ডুবে বেলা।।

আমি শিক্ষা-দীক্ষা ছাড়াই
সমাজের ছাতা;
পঞ্চ-পান্ডব সকলেই চুপ’রহে,
আমি খামাই মাথা।।

আমি মুর্দার কাফন ধরি,
কাদিঁ মরনের ডরে;
র্নিঝনে অশুর সাজি,
সীতাদের সতিত্ব হরনে।।

সকলেই জানে আমি ভাল,
সুন্দর, সত্য আর সাম্যের সেরা;
কেউ কি আছে এমন জানে, কে আমি???
কি সুধা আছে আমাতে ঘেরা।।






« Last Edit: March 07, 2023, 08:52:06 AM by Mohammad Nazrul Islam »

Offline Omar Faruk Mazumder

  • Full Member
  • ***
  • Posts: 210
  • Test
    • View Profile
Re: আমি???
« Reply #1 on: May 12, 2013, 01:41:56 PM »
Nice one.... but who is the author of the above poem?
Omar Faruk
Sr. Admin Officer (VC Office)

"Rabbi Zidni Ilma"
May Allah help to increase us with knowledge that benefits. Ameen.