কিডনিতে পাথর হলে করণীয়
ঢাকা টাইমস ডেস্ক
কিডনির পাথর সাধারণত আকারে ছোট হয়ে থাকে। কিডনির ভেতর কঠিন পদার্থ জমা হয়ে কিডনিতে পাথর হয়। সাধারণত খনিজ এবং অম্ল লবণ দিয়ে কিডনির পাথর তৈরি হয়। কিডনিতে বিভিন্ন কারণে পাথর হয়ে থাকে। তবে প্রস্রাব গাঢ় হলে তা খনিজগুলোকে দানা বাঁধতে সহায়তা করে এবং তা পাথরে রূপ নেয়। মোটকথা, প্রস্রাবে বিভিন্ন উপাদান যেমন তরল, খনিজ এবং অম্লের ভারসাম্যহীনতার কারণে কিডনিতে পাথর হয়।
কী করে বুঝবেন
মূত্রনালীতে পাথর না যাওয়া পর্যন্ত কিডনিতে পাথর হওয়ার কোনো লক্ষণ ও উপসর্গ সাধারণত বোঝা যায় না। তবে কিডনিতে পাথর হলে সাধারণত যেসব লক্ষণ ও উপসর্গ দেখা দেয় তা হলো
পিঠে, দুই পাশে এবং পাঁজরের নিচে ব্যথা হওয়া এবং তলপেট ও কুঁচকিতে ব্যথা ছড়িয়ে যাওয়া।
প্রস্রাব ত্যাগের সময় ব্যথা হওয়া।
প্রস্রাবের রং গোলাপি, লাল অথবা বাদামি হওয়া।
বারবার প্রস্রাবের বেগ পাওয়া।
যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তাহলে জ্বর এবং কাঁপুনি হওয়া।
বমি বমি ভাব এবং বমি হওয়া।
উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
পরীক্ষা-নিরীক্ষা
এক্স-রে, কম্পিউটারাইজড টমোগ্রাফি
প্রস্রাবের পরীক্ষা
রক্তের পরীক্ষা
আগে পাথর হয়ে থাকলে সেই পাথরের বিশ্লেষণ।
চিকিৎসা
কিডনির পাথরের ধরন এবং কারণের ওপর ভিত্তি করে কিডনির পাথরের চিকিৎসা ভিন্ন হয়ে থাকে ।
আকারে ছোট এবং সামান্য উপসর্গযুক্ত পাথরের বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। এক্ষেত্রে প্রতিদিন ১.৯ থেকে ২.৮ লিটার পানি পানসহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ সেবন করলে ভালো হয়।
আবার আকারে বড় পাথর হলে শক তরঙ্গ ব্যবহার করে পাথর ভাঙা/ধ্বংস করা হয়।
অনেক বড় পাথর অপসারণের জন্য অপারেশন করার প্রয়োজন পড়ে। ইউরেটেরোস্কোপ ব্যবহার করে পাথর অপসারণ করা যায়।
কিডনির পাথর প্রতিরোধে
সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা।
বেশি অক্সালেটযুক্ত খাবার যেমন পালংশাক, বীট, মিষ্টি আলু, চা, চকলেট এবং সয়াজাতীয় খাদ্য পরিহার করা।
খাবারে লবণ কম ব্যবহার করা এবং পরিমাণে অল্প প্রাণীজ আমিষ গ্রহণ করা।
ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া তবে ক্যালসিয়াম সম্পূরকের ক্ষেত্রে সতর্কতা মেনে চলা।
পাথরের প্রকারভেদ
কিডনির পাথর কয়েক ধরনের হয়। যেমন :
ক্যালসিয়াম পাথর : বেশিরভাগ কিডনির পাথর ক্যালসিয়াম পাথর। সাধারণত খাদ্য ব্যবস্থা (কিছু কিছু শাক-সবজি, ফলমূল, বাদাম এবং চকলেটে উচ্চমাত্রায় অক্সলেট আছে), উচ্চমাত্রার ভিটামিন ডি, অন্ত্রের বাইপাস সার্জারি এবং বিভিন্ন ধরনের গ্রহণ বিপাকীয় সমস্যার কারণে প্রস্রাবে ক্যালসিয়াম ঘণীভূত হয়। ক্যালসিয়াম পাথর অনেক সময় ক্যালসিয়াম ফসফেট আকারেও হয়।
স্টুভাইট পাথর : সাধারণত মূত্রাধারে সংক্রমণের কারণে হয়। এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং বেশ বড় হয়।
ইউরিক এসিড পাথর : যাদের পানিশূন্যতা আছে, উচ্চ আমিষযুক্ত খাদ্য গ্রহণ করে এবং গেঁটে বাত আছে তাদের এ পাথর হয়। এছাড়া জিনগত কিছু কারণে এবং রক্তের কলায় সমস্যা থাকলেও এ পাথর হয়।
সিস্টিন পাথর : সাধারণত বংশগত কোনো সমস্যার কারণে এ পাথর হয়। এর ফলে কিডনি থেকে অতিরিক্ত পরিমাণ এমিনো এসিড বের হয়ে যায়।
এছাড়া কিডনিতে অন্যান্য ধরনের পাথরও হয়ে থাকে।
যাদের পাথর হতে পারে
পরিবারের কারও কিডনিতে পাথর হলে অথবা যাদের একবার কিডনিতে পাথর হয়েছে তাদের।
চল্লিশ এবং চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের।
বিশেষ করে পুরুষদের।
যাদের পানি কম পান করার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে।
যারা উচ্চ আমিষ, উচ্চ সোডিয়াম এবং উচ্চ চিনিযুক্ত খাবার খান তাদের।
স্থূলকায়দের।
যাদের খাদ্যনালীর রোগ/শল্য চিকিৎসার কারণে হজম প্রক্রিয়ার পরিবর্তন হয়ে পাথর তৈরির উপাদানগুলো শরীরে শোষিত হয় তাদের।
যাদের আগে থেকে কিডনির সমস্যা, যেমন মূত্রতন্ত্রের সংক্রমণ, সিস্টিন ইউরিয়া ছাড়াও প্যারাথাইরয়েড গ্রন্থির অতিক্রিয়া আছে তাদের।