Success Consciousness > Quotations
Talented peoples quote (গুণীজন কহেন)
(1/1)
Badshah Mamun:
Talented peoples quote (গুণীজন কহেন)
1. বন্ধুত্ব ও টাকা-পয়সা: তেল ও পানি।
মারিও পুজো, ইতালিয়-মার্কিন লেখক
2. মুক্তির পরেই আমি প্রথমবারের মতো মুঠোফোন ব্যবহার করেছিলাম। আকারে ছোট হওয়ার কারণেই মুঠোফোন ব্যবহার করতে বেশ কষ্ট হয় আমার।
অং সান সু চি, নোবেল বিজয়ী মিয়ানমারের রাজনীতিবিদ
3. এই পৃথিবীতে সত্যিকারের সুখী হতে চাইলে দুটো জিনিসের প্রয়োজন। প্রথমে দরকার একটি মুঠোফোন আর তারপরে দরকার একটি উড়োজাহাজ। এরপরে আপনি পুরোই সত্যিকারের ওয়্যারলেস জীবন কাটাতে শুরু করবেন।
টেড টার্নার, মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব
4. আমার শরীরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব সয়ে যায়।
আর্নল্ড শোয়ার্জেনেগার, মার্কিন অভিনেতা
5. ওয়াশিংটনে আপনার বন্ধু দরকার? তো একটি কুকুর কিনে ফেলুন।
হ্যারি এস ট্রুম্যান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট
6. যদি এই তথ্য গুগলে না থাকে, তাহলে এর অস্তিত্বই নেই।
জিমি ওয়ালেস, উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা
সূত্র: কোটস ডটকম
Source: http://www.prothom-alo.com/detail/date/2013-05-13/news/351736
ashis3456:
It is useful to know this in our student life.Thank you sir..
ABM Nazmul Islam:
very good....
Sharminte:
nice one
Navigation
[0] Message Index
Go to full version