IT Help Desk > IT Forum

LinkED In.

(1/1)

Omar Faruk Mazumder:
লিংকডইন ফারহাত আহম্মেদ

'লিংকডইন' অ্যাপটি মূলত সামাজিক যোগাযোগের। অ্যাপটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান 'টপ ডেভেলপার'।
২০০৩ সালে চালু হয় লিংকডইন। সারা বিশ্বে কে কোথায় কাজ করছে বা কে কী ব্যবসা করছে, মোটামুটি সব ধরনের কর্মকাণ্ড আদান-প্রদান করা যায় এখানে। প্রায় ২০ কোটি সদস্যকে পাওয়া যাবে লিংকডইনে। পছন্দসই পেশার খবরাখবর রয়েছে এখানে। পেশা অনুযায়ী সদস্য হওয়া যায় বিভিন্ন গ্রুপের। বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যও রয়েছে এখানে। রয়েছে পছন্দের ছবি প্রোফাইল হিসেবে দেওয়ার সুযোগ।
ইংরেজির পাশাপাশি জার্মান, ফরাসি, স্প্যানিশ, ইতালিয়ান, পর্তুগিজ, সুইডিশ, কোরিয়ান, চায়নিজ, জাপানিজ, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, তুর্কি ও নরওয়েজিয়ান ভাষায়ও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে। গুগলের অ্যানড্রয়েড, অ্যাপলের আইওএস এবং নকিয়ার উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে এই অ্যাপ্লিকেশন। https://play.google.com/store/apps/details?id=com.linkedin.android থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

Source: http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1243&cat_id=3&menu_id=217&news_type_id=1&index=2#.UZMm00qdDcc

Navigation

[0] Message Index

Go to full version