IT Help Desk > Telecom Forum

1stfone for your child security.

(1/1)

Mohammed Abu Faysal:
সময়ের সাথে সাথে দেশ-কাল-পাত্রের গণ্ডি পেরিয়ে সর্বত্রই পৌঁছে গেছে মোবাইল ফোন। তবে এখনও শিশুদের মোবাইল ফোন ব্যবহারে নিরুত্সাহিত করা হয়। বিশেষ করে টেক্সট ম্যাসেজের মাধ্যমে কিংবা ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকার কারণে মোবাইল ফোনে শিশুরা এমন অনেক কনটেন্টেরই মুখোমুখি হতে পারে, যা তাদের উপযোগী নয়। সে কারণেই অনেক অভিভাবকই শিশুদের মোবাইল ব্যবহার করতে দিতে চান না। তবে প্রযুক্তি শিশুদের হাতেও মোবাইল ফোন পৌঁছে দিতে চায়। আর সে কারণেই অভিভাবকদের শংকাকে গুরুত্ব দিয়ে এমন এক মোবাইল ফোন তৈরি হয়েছে যা শিশুদেরও মোবাইল ব্যবহারের ইচ্ছাকে পূর্ণ করবে। 'ওন ফোন' নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেছে 'ফার্স্টফোন' নামের এই মোবাইল ফোন। একটি ডেবিট কার্ডের আকৃতির এই মোবাইল ফোনে নেই কোনো ডিসপ্লে, ইন্টারনেট কিংবা এসএমএস করার সুবিধা। আগে থেকেই প্রোগ্রাম করা এই মোবাইল কেবল শিশুকে নির্দিষ্ট কিছু নম্বারে ফোন করার সুযোগ দেবে। আর এতে ইনকামিং কলগুলো রিসিভ করা যাবে। ১২ টি নম্বর সংরক্ষণ করা যাবে এতে। তবে বাহারি রঙে পাওয়া যাবে এই মোবাইল ফোন। এই ফোনের দাম শুরু হয়েছে ৮৫ ডলার থেকে। http://1stfone.myownfone.com ওয়েবসাইটে গিয়ে পছন্দ করা যাবে শিশুদের জন্য তৈরি এই ফার্স্টফোন।

arefin:
Thanks for sharing.

Navigation

[0] Message Index

Go to full version