Solar Biman

Author Topic: Solar Biman  (Read 1856 times)

Offline najim

  • Full Member
  • ***
  • Posts: 154
    • View Profile
Solar Biman
« on: May 06, 2013, 05:33:34 PM »


প্রথম  সৌর বিমান

জ্বালানির বোঝা নয়, এবার উড়বে সৌর শক্তির বিমান। আগামী ১ মে যুক্তরাষ্ট্রের এপাশ-ওপাশ উড়বে অতি হাল্কা ওজনের সম্পূর্ণ জ্বালানিবিহীন এবং সৌরশক্তিচালিত এই উড়োজাহাজ। তবে আপাতত যাত্রী বহনের আশা করতে পারছেন না বিমানটির প্রস্তুতকারকরা। এটিই হচ্ছে বিশ্বের প্রথম সৌর শক্তিচালিত বিমান। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেসের। সম্পূর্ণ সৌরশক্তিচালিত প্লেনটির বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার
দিয়ে। ৭৪৭ জেটলাইনারের মতো পাখা, এর ওজন একটি স্টেশন ওয়াগনের সমান। আর এটি চলতে লাগবে স্কুটারের চাহিদার সমপরিমাণ শক্তি। প্লেনটির পাখার সঙ্গে সোলার প্যানেল যুক্ত থাকবে। ভেতরে থাকবে লিথিয়াম পলিমার ব্যাটারি। বিমানটি দিনে সূর্য থেকে শক্তি নেবে আর রাতের জন্য শক্তি সঞ্চয় থাকবে ব্যাটারিতে। প্লেনটিতে ব্যবহৃত হয়েছে এমন সৃষ্টিশীল প্রকৌশল, যা সূর্য ডুবে গেলেও সৌরশক্তি গ্রহণের ক্ষমতা রাখে।
উদ্বোধনী দিনে ক্যালিফোর্নিয়ার সিভিল-সামরিক বিমানবন্দর মফেট ফিল্ড থেকে উড়ে প্লেনটি নিউইয়র্ক সিটি পর্যন্ত যাবে। মাঝে যাত্রাবিরতি নেবে টেক্সাসের ডালাস শহরে। তবে জুলাই নাগাদ অ্যারিজোনার ফিনিক্স, ওয়াশিংটন ডিসি, টেনেসির ন্যাশভিল ও জর্জিয়ার আটলান্টা পর্যন্ত রুট হবে প্লেনটির। ১০ বছরের প্রচেষ্টার ফসল প্লেনটির আপতত দায়িত্ব দুই সুইস পাইলট বার্ট্রান্ড পিকার্ড ও আন্ড্রি বরশবার্গের হাতে।
বার্ট্রান্ড পিকার্ড জানান, প্লেনটি একজন পাইলট বহন করতে পারবেন, তবে কোনো যাত্রী নয়। যাত্রী বহন না করলেও এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তিনি বলেন, এখনই আমরা ২০০ যাত্রীসহ সৌরশক্তিচালিত প্লেনের আশা করতে পারছি না। যেমনটি ১৯০৩ সালের আগে আশা করা যায়নি, মানুষ নিয়ে প্লেন আকাশে উড়বে। তিনি বলেন, ভবিষ্যতে কী হবে আমরা বলতে পারি না। শুরু করেছি, দেখা যাক প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যায়।
উৎসঃ   সমকাল
Najim U Sharker (Sharif)
Deputy Director (P&D)
Daffodil International University