সাধারণ ব্যথানাশক ওষুধ, বিশেষ করে, ডাইক্লোফেনাক ও আইবুপ্রোফেন দীর্ঘদিন ধরে উচ্চমাত্রায় সেবন করা হলে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়ার ঝুঁকি বাড়ে। সম্প্রতি ‘ল্যানসেট’ বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে।
আথ্রাইটিস আক্রান্ত রোগীরা সাধারণত এ ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করে থাকে। গবেষকরা বলছেন, কিছু রোগী চাইলে তাদের এই স্বাস্থ্য ঝুঁকি কিছুটা কমাতে পারে, তবে এক্ষেত্রে তাদেরকে বিকল্প ওষুধ নির্বাচনের সুযোগ দিতে হবে। ধূমপায়ী ও স্থূল রোগীদের ক্ষেত্রে এ ধরনের ব্যথানাশক ওষুধ বেশি ক্ষতি করতে পারে। এসব ওষুধে মানব দেহের ক্ষতির ব্যাপারটি আগেই ধরা পড়েছিল। তবে এ সম্পর্কে আরো বিস্তারিত জানতেই বিজ্ঞানীরা গবেষণাটি চালিয়েছিলেন। ৬৩৯টি ক্লিনিকে তিন লাখ ৫৩ হাজারেরও বেশি রোগীর ওপর দৈনিক ১৫০ এমজি ডাইক্লোফেনাক অথবা ২,৪০০ এমজি আইবুপ্রোফেন প্রয়োগের পর এর ফল পর্যবেক্ষণ করা হয়। অধিকমাত্রায় ওষুধ সেবনকারীদের ক্ষেত্রে দেখা যায়, বছরে প্রতি এক হাজার জনের মধ্যে তিনজন হার্ট অ্যাটাক, চারজন হার্ট ফেইলিওর এবং একজন পাকস্থলির রক্তক্ষরণজনিত কারণে মারা যান। তবে হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি হাজারে আটজন থেকে ১১ জন পর্যন্ত দাঁড়াতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
Ref:http://bangla.bdnews24.com/world/article631255.bdnews