Islam Has Changed my Life

Author Topic: Islam Has Changed my Life  (Read 2072 times)

Offline sadique

  • Sr. Member
  • ****
  • Posts: 304
  • hope to win.....struggle to win........
    • View Profile
Islam Has Changed my Life
« on: March 28, 2013, 10:44:14 AM »
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট ও মানবতাবাদী আলোচিত নারী নও মুসলিম লরেন বুথ গত ১৭ মার্চ রবিবার অপরাহ্নে নিউইয়র্ক সিটি একান্তে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বার্তা সংস্থা বাপ্সনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন-এর সাথে মত বিনিময় সাক্ষাৎ করে বলেন, ইসলাম আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। - খবর বাপ্সনিউজ। তিনি একান্ত সাক্ষাৎকারে আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই বাণী আমাকের নও মুসলিম হতে প্রেরণা যুগিয়েছে। দেখিয়েছে আলোর দিশা। মুসলিম আচার আচরণ ও ইসলামী জীবন বিধান আমাকের অভিভূত করেছে। মুসলিম সংস্কৃতিক সম্পর্কে না এলে এবং ইসলাম ধর্মে দীক্ষিত না হলে আমার এ জীবন ছিল অপূর্ণ। উল্লেখ্য, বিবিসিসহ ব্রিটেনের প্রভাবশালী সংবাদপত্র ও টেলিভিশন-এর নিয়মিত সাংবাদিক ও ব্রডকাষ্টার, ইরাক যুদ্ধের বিপক্ষে শান্তির প্রবক্তা লরেন বুথ ২০১০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং বিশ্ব শান্তি ও ইসলামের বাণী প্রচারের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বাপ্সনিউজকে বলেন, শান্তির ধর্ম ইসলাম ধর্মেই রয়েছে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। একমাত্র ইসলাম ধর্মই বিশ্বশান্তি প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের কল্যান নিশ্চিত হতে পারে। ব্রিটিশ অভিনেতা পিতা, সাধারণ গৃহিনী খ্রীষ্টান মাতার ঘরে বেড়ে উঠা লরেন বুথ কৈশোর থেকে জীবনের বর্ণনা দেন। তিনি বাপ্সনিউজকে আরো বলেন, পাশ্চাত্য সমাজের অনেকের ন্যায় তার জীবন চলাচল ছিল উচ্ছৃংখলাময়। এবং পেশাগত জীবনেও। ২০০৫ সালে ব্রিটিশ পত্রিকার সাংবাদিক ফিলিস্তিন যান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাক্ষাৎকার নিতে। ভয়ে ভয়ে যান বলে বাপ্সনিউজকে বলেন লরেন বুথ। ফিলিস্তিন যাওয়ার পূর্বে তার ধারণা ছিল মুসলমানরা উগ্র, বদমেজাজী ও লড়াকু প্রকৃতির। ফিলিস্তিনী মুসলমানদের সম্পর্কে এসে তার ভুল ভাঙ্গে। তিনি ফিলিস্তিনীদের অতিথি পরায়ন ব্যবহারে মুগ্ধ হন। নারী-পুরুষ গাজার শরণার্থী শিবিরের দরিদ্র মহিলাদের আন্তরিকাতা ও অতিথিয়েতায় তিনি এতোটাই আকৃষ্ট হয়েছেন। পরবর্তীতে অনেক বার ছুটেযান ফিলিস্তিনসহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশে। মুসলমান এবং ইসলাম ধর্মের প্রতি প্রবল কৌতুল জানার আগ্রহ বেড়ে যায়। এবং অনেক পরাশুনা করেন। তিনি সোমালিয়া ভ্রমণকালে সেদেশের ট্যাক্সীচালক থেকে শীর্ষ মুসলিম নেতৃবৃন্দদের আচার আচরণের বর্ণনা দেন। অভিনেতা স্বামী ক্রেইগ ও দু’সন্তানের মাতা লরেন বুথ বলেন একজন মুসলিম মানুষ হিসেবে আমি অত্যান্ত গর্বিত। তিনি ইসলামের দাওয়াত সর্বত্র পৌছে দিয়ে যান। বাপ্সনিউজের এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে।

« Last Edit: March 28, 2013, 01:23:04 PM by Shamim Ansary »
Md. Sadique Hasan Polash
Dept. of Journalism and Mass Communication
ID:111-24-227
E-mail:polash24-227@diu.edu.bd
Mobile:01723207250

Offline yousuf miah

  • Full Member
  • ***
  • Posts: 173
    • View Profile
Re: Islam Has Changed my Life
« Reply #1 on: June 03, 2013, 10:48:43 AM »
Allah jake hedaith koren take kono kichu atke rakthe parena.

Offline russellmitu

  • Hero Member
  • *****
  • Posts: 1576
  • Test
    • View Profile
Re: Islam Has Changed my Life
« Reply #2 on: June 05, 2013, 02:59:07 PM »
Alhamdulillah
KH Zaman
Lecturer, Pharmacy