Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS

10 dangerous snakes of the world

(1/3) > >>

Narayan:
পৃথিবীর ১০ টি ভয়ংকর সাপ : সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন

১নং : তাইপান সাপ (Taipan sanek ) :
এ টি পৃথিবীর ১ নাম্বার ভয়ংকর সাপ।তাইপান সাপ সাধারনত ওলিভ ও ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.৮ থেকে ৩.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি সবচেয়ে বেশি অস্টলিয়ায় পাওয়া যায়।

২নং : কমেন ক্রাইট (comman krait) :
এ টি পৃথিবীর ২ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৯০ সে.মি থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি ভারত , শ্রীলংকা ও পাকিস্তানে পাওয়া যায়।

৩নং : ফিলিপাইনি কোবড়া ( philippne cobra) :
এ টি পৃথিবীর ৩ নাম্বার ভয়ংকর সাপ।এটা সাধারনত ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১০০ সে মি মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি ফিলিপাইনে পাওয়া যায়।

৪নং : কিং কোবড়া ( king cobra ) :
এ টি পৃথিবীর ৪ নাম্বার ভয়ংকর সাপ।কিং কোবড়া সাধারনত ব্লাক , গ্রিন , ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৩.৫ মিটার থেকে ৫.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি ভারত, চিন , ফিলিপাইনে , মালোইসিয়া সহ বাংলাদেশে ও পাওয়া যায়।

৫নং : রুসেলস ভিপার (Russell Viper) :
এ টি পৃথিবীর ৫ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত ব্লাক , ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১ মিটার থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি সুইডেন্‌ , শ্রীলংকা, ভারত, চিন , ফিলিপাইনে , মালোইসিয়া পাওয়া যায়।

৬নং : ব্লাক মাম্বা (Black Mamba) :
এ টি পৃথিবীর ৬ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৪.৫ মি মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি আফ্রিকায় পাওয়া যায়।

৭নং : বথ্রপ্স এসপার (Bothrops Asper ) :
এ টি পৃথিবীর ৭ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো , ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.৪ থেকে ২.৪ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি সুইডেন , মেক্সিকো, দক্ষিন আফ্রিকায় পাওয়া যায়। এটি দেহের যে জায়গায় দংশন করে সে জায়গা পচে যায়।

বথ্রপ্স এসপার (Bothrops Asper ) এর দংশনে এ ছেলে পচে যায় পা।

৮নং : মাল্টিবেন্ডেড ক্রাইট (Multibanded Krait) :
এ টি পৃথিবীর ৮ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.৮ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি সুইডেন , চিন ।ফিজি পাওয়া যায়।

৯ নং টাইগার সাপ (Tiger Snake):
এ টি পৃথিবীর ৯ নাম্বার ভয়ংকর সাপ। এটি সাধারনত হলুদ বা অলিভ রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.২ থেকে ১.৮ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি অস্টলিয়া , গ্রিস , পাওয়া যায়।

১০ নং জারারাকুসু (Bothrops Jarararcussu ):
এ টি পৃথিবীর ১০ নাম্বার ভয়ংকর সাপ। এটি সাধারনত লাইট বা কালো সবুজ মিশ্রত রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৩ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি আর্জেন্টিনা , ব্রাজিল , পেরাগুয়ে তে বেশি পাওয়া যায়।

Source: http://goo.gl/J91NO

Omar Faruk Mazumder:
Here is the images of top 5 of them
1. তাইপান সাপ (Taipan snake ) :



2. কমেন ক্রাইট  (Common krait)



3.  ফিলিপাইনি কোবড়া (Philippine cobra) :



4. কিং কোবড়া (king cobra) : 



5. রুসেলস ভিপার (Russell Viper) :







A.S. Rafi:
Chills to the bone! Weirdly interesting post! 

nfeoffice:
it's so horrible...

nawshin farzana:
wow.....interesting post

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version