Faculty of Science and Information Technology > Science and Information

অ্যান্ড্রয়েডের কিছু গুরুত্বপূর্ণ Applications

(1/1)

Narayan:

অ্যান্ড্রয়েড একটি অপারেটিং সিস্টেম যেটি প্রাথমিকভাবে টাচ স্ক্রীন মোবাইল (যেমন;স্মার্ট ফোন এবং ট্যাবলেট কম্পিউটার)ডিভাইস এর জন্য তৈরি করা হয়।প্রথম দিকে গুগল অ্যান্ড্রয়েডকে আর্থিকসাহায্য করে এবং ২০০৫ সালে গুগল এটি কিনে নেয়।
অ্যান্ড্রয়েড-এর সবচেয়ে আকর্ষণের বিষয় হলো “অ্যান্ড্রয়েড মার্কেট”। যেখান থেকে ২ লক্ষেরও বেশি games , applications এবং widgets  ফ্রী use করা যায়,আবার কিছু কিছু applications কিনে useকরতে হয়।
২ লক্ষ Applications (apps) –এর থেকে কিছু গুরুত্বপূর্ণ applicationsনিয়ে নিচে আলোচনা করা হল

1.3D Compass: এই apps টি কম্পাস এর মত কাজ করবে।কম্পাস এর পাশাপাশি এটি map show করবে এবং ডিগ্রি পরিমাপও করবে। এছাড়া এতে আরও কিছু মজার option আছে।

2. Relax and Sleep: এই apps টি অনেক মজার,কারন এটি থেকে বিভিন্ন রকমের sound শোনা যায়। ব্যাবহারকারীব্যক্তির যদি পাখির ডাকা শুনতে ইচ্ছা হয় তাহলে সে সেই শব্দ শুনতে পাবে,আবার যদি বাতাসের শব্দ, গাছের পাতার শব্দ অথবা ঝরনার শব্দশুনতে ইচ্ছা হয় তাহলে সে সেই শব্দ শুনতে পাবে।আর ইচ্ছা হলে এই শব্দ গুলোর সাথে অন্য শব্দ ও add করে নেয়া যাবে।শব্দ শুনতে শুনতে ঘুম আসলে timer use করা যাবে।

3. Easy Filter: এই apps টি mobile number block করার কাজে সাহায্য করবে সম্পূর্ণ ফ্রী তে।

4. Cam Translator: এই apps টিuse করতে net connection লাগবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি apps. যেকোনো language এর দিকে mobile phone টি ধরলে automatic detect করে English language এ translate করে দেবে।

5. Cam Scanner: এই apps টি দিয়ে যেকোনো লেখার ছবি তুলে pdf file তৈরি করা যাবে।

6. Countries of the World: এই apps টির মাধ্যমে যেকোনো country সম্পর্কে basic information গুলো জানা যাবে।যেমন; geographical info, economical info, native name, country code, country map, food etc.

7. Ring droid: এই apps টি দিয়ে গানেরযেকোনো লাইন কেটে ringtone হিসাবে সেট করা যাবে।

8. Barcode Scanner: এই apps টি যেকোনো product এর Barcode Scan করে জানাবে।

এছাড়া অ্যান্ড্রয়েড-এর আরও অনেক অনেক games , applications এবং widgets আছে.


Original Source: http://www.bddroid.com/bddr/1310312

fernaz:
From where we can get these apps?

nawshin farzana:
informative post

Navigation

[0] Message Index

Go to full version