Faculty of Science and Information Technology > Science and Information

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ( About Android OS )

(1/1)

Narayan:

বর্তমান সময়ে মোবাইলের জগতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই অপারেটিং সিস্টেমের অনেকগুলো ভার্সন আছে। ভার্সনগুলো হচ্ছেঃ
অ্যান্ড্রয়েড ১.০ ( এ.পি.এল লেভেল ১ )
অ্যান্ড্রয়েড ১.১ ( এ.পি.এল লেভেল ২ )
অ্যান্ড্রয়েড ১.৫ কাপ কেক ( এ.পি.এল লেভেল ৩ )
অ্যান্ড্রয়েড ১.৬ ডোনাট ( এ.পি.এল লেভেল ৪ )
অ্যান্ড্রয়েড ২.০ ইকলেয়ার ( এ.পি.এল লেভেল ৫ )
অ্যান্ড্রয়েড ২.০.১ ইকলেয়ার ( এ.পি.এল লেভেল ৬ )
অ্যান্ড্রয়েড ২.১ ইকলেয়ার ( এ.পি.এল লেভেল ৭ )
অ্যান্ড্রয়েড ২.২-২.২.৩ ফ্রয়ো ( এ.পি.এল লেভেল ৮ )
অ্যান্ড্রয়েড ২.৩-২.৩.২ জিঞ্জারব্রেড ( এ.পি.এল লেভেল ৯ )
অ্যান্ড্রয়েড ২.৩.৩-২.৩.৭ জিঞ্জারব্রেড ( এ.পি.এল লেভেল ১০ )
অ্যান্ড্রয়েড ৩.০ হানিকম্ব ( এ.পি.এল লেভেল ১১ )
অ্যান্ড্রয়েড ৩.১ হানিকম্ব ( এ.পি.এল লেভেল ১২ )
অ্যান্ড্রয়েড ৩.২ হানিকম্ব ( এ.পি.এল লেভেল ১৩ )
অ্যান্ড্রয়েড ৪.০-৪.০.২ আইস্ক্রীম স্যান্ডউইচ ( এ.পি.এল লেভেল ১৪ )
অ্যান্ড্রয়েড ৪.০.৩-৪.০.৪ আইস্ক্রীম স্যান্ডউইচ ( এ.পি.এল লেভেল ১৫ )
অ্যান্ড্রয়েড ৪.১ জেলী বিন ( এ.পি.আই লেভেল ১৬ )
অ্যান্ড্রয়েড ৪.২ জেলী বিন ( এ.পি.আই লেভেল ১৭ )

অ্যান্ড্রইয়েডের সর্বশেষ ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলী বিন। এটি সবচেয়ে দ্রুততম ভার্সন। এই ভার্সনটিতে লক স্ক্রীনের অনেক ইমপ্রুভ করা হয়েছে। অনেকগুলো ইউজার একাউন্ট ব্যবহার করা যায়। নতুন গ্যালারী আপ্লিকেশন আছে। এতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্লুটুথ গেমপ্যাড এবং জয়ষ্টিক আছে। সাংকেতিক কীবোর্ড টাইপিং এর সুবিধা  আছে। সবসময় ভি.পি.এন. চালু থাকে। গ্রুপ ম্যাসেজিং করা যায়। ওয়্যারলেস পর্দা সমর্থন করে। এতে ওয়ার্ল্ড ঘড়িসহ নতুন ডিজিটাল ঘড়ি এবং স্টপ ওয়াচ ও টাইমার আছে। প্রিমিয়াম এস.এম.এস কনফারমেশন আছে।  এতে রয়েছে কুইক সেটিং অপশন। এই ধরনের আরো অনেক ফিচার আছে যা এই অপারেটিং সিস্টেমকে আরো সহজ করে তুলেছে।
 
গুগল ২৯ অক্টোবর ২০১২ তারিখে ৪.২ জেলী বিন ভার্সনটি উদ্বোধন করতে চেয়েছিল, কিন্তু হারিকেন স্যান্ডি ঝড়ের কারণে তা হয়নি। তাই ১৩ নভেম্বর ২০১২ তারিখে গুগল এটি উদ্বোধন করে। ভার্সনটি একটি স্লোগানের মাধ্যমে উদ্বোধন হয়। তা হল “ জেলী বিনের একটি নতুন স্বাদ ” ।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই ভার্সনটি প্রথম ব্যবহার করা হয় ‘এলজি নেক্সাস ৪’ এবং ‘স্যামসাং নেক্সাস ১০’ –এ ।


Original Source: http://www.bddroid.com/bddr/2157912

fernaz:
Very informative post.

Navigation

[0] Message Index

Go to full version