IT Help Desk > Telecom Forum
Mobile Phone .... Style
(1/1)
Omar Faruk Mazumder:
মোবাইল ফোনের ডান বাম!
আপনি ডানহাতি নাকি বাঁহাতি? আপনার যে হাত বেশি চলে সেই দিকের কানের কাছে মোবাইল ফোন ধরে কথা বলার সম্ভাবনা বেশিই। যুক্তরাষ্ট্রের হেনরি ফোর্ড হাসপাতালের গবেষকেরা মোবাইল ফোনের ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যানসারের যোগসূত্র খুঁজতে এ গবেষণা করেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সায়েন্সনিউজ ডেইলি।
যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারের সময় হাত ও কানের ব্যবহারের সঙ্গে মস্তিষ্ক প্রত্যক্ষভাবে জড়িত। ব্যবহারকারী কোন হাতে মুঠোফোন ধরবেন এবং কোন কানের কাছে ধরে কথা বলবেন তা নির্ধারণ করে মস্তিষ্ক।
গবেষকেরা জানান, যাঁদের মস্তিষ্কের বাঁ দিক সক্রিয় থাকে তাঁরা সাধারণত ডানহাতে বেশির ভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করেন এবং ডানদিকের কানের কাছে তা ধরে কথা বলেন। গবেষকেদের দাবি, মস্তিষ্কের প্রাধান্যের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারে কানের বিষয়টির সম্পর্ক রয়েছে। গবেষকেরা দেখেছেন, শতকরা ৭০ ভাগ মানুষ তাঁর চালু হাতটির দিকের কানেই মোবাইল ফোন ধরে কথা বলেন।
গবেষকেরা জানিয়েছেন, ৯৫ শতাংশ মানুষের বাম দিকের মস্তিষ্ক কাজ করে তাই তাঁরা ডানহাতি এবং ডানকানে মোবাইল ফোন ব্যবহার করেন।
গবেষকেরা তাঁদের এ গবেষণায় মস্তিষ্কে ক্যানসারের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের কোনো সম্পর্ক খুঁজে পাননি বলেই দাবি করেছেন।
Source: http://prothom-alo.com/detail/date/2013-05-21/news/353981
Navigation
[0] Message Index
Go to full version