Religion & Belief (Alor Pothay) > Hinduism

একজন হিন্দুর দৈনিক ধর্মীয় কার্যাবলী

(1/1)

Narayan:
১. সকালে ঘুম থেকে উঠে পূর্বমুখী হয়ে মাটি স্পর্শ করে বলুন-
ওঁ প্রিয়দত্তায়ৈ ভূম্যৈ নম:
২.ঘরের দরজা খুলে পূর্বমুখী হয়ে
সূর্য প্রণাম মন্ত্র/ ওঁ শ্রী সূর্যায় নম:
৩. স্নান করার সময় বলুন-
ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতী
নর্মদে সিন্ধু কাবেরি জলেহস্মিন সন্নিধিং কুরু
পরে কৃতাঞ্জলি হয়ে-
ওঁ কুরুক্ষেত্র গয় গঙ্গা প্রভাস পুষ্করিণী চ।
তীর্থান্যেতানি পুণ্যানি স্নানকালে ভবন্ত্বিহ।
৪. গৃহ প্রবেশ মন্ত্র- ওঁ শ্রী বাস্তুপুরুষায় নম:
৫. খাবার আগে- ওঁ শ্রী জনার্দ্দনায় নম:
৬. ঘুমাবার আগে- ওঁ শ্রী পদ্মনাভায় নম:
৭. বিপদে- ওঁ শ্রী মধুসূদনায় নম:
৮.মলমূত্র ত্যাগের আগে- আজ্ঞা কুরু বসুন্ধরা
৯. মৃত্যু সংবাদ শুনলে- দিব্যান্ লোকান্ স গচ্ছতু
১০. জন্ম সংবাদ শুনলে- আয়ুষ্মান ভব

হিন্দু ধর্মীয় সকল কাজ শুরুর আগে ''ওঁ তৎ সৎ'' দিয়ে শুরু করা উচিত।

fatema_diu:
অনেক কিছু জানলাম

Navigation

[0] Message Index

Go to full version