Religion & Belief (Alor Pothay) > Islam
শবে বরাতঃ ভাগ্য-রজনী, না কি বিদ’আত?
(1/1)
R B Habib:
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে নফল নামায পড়া বা ১৫ তারিখে রোযা রাখা- কোনটাতেই নিষেধ নেই। কেউ যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য নফল ইবাদত করে, কার কি বলার আছে? কিন্তু সেটা করতে গিয়ে যদি বিদ’আত করা হয়, তখন সেটা অবশ্যই পরিত্যাজ্যা। আমরা কোরানে বর্নিত একমাত্র মহিমান্বিত রাত্রি শবে ক্বদরের রাতে ইবাদত না করে ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকি, অথচ শবে বরাতের রাতে ইবাদতে ইবাদতে মাতাল হয়ে যাই।
আমিও ছোটবেলায় বেশ জোসের সাথে শবে বরাত পালন করেছি, পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে সারা রাত জেগে নফল নামায পড়েছি, বাসায় হালুয়া রুটি খেয়েছি, রাতে পটকা বাজি করেছি- কত কি! তাই আমিও জানতে চাই শবে বরাত কি বিদ’আত, নাকি ভাগ্য-রজনী? প্রকাশ করুন আপনার মতামত- অবশ্যই গ্রহনযোগ্য রেফারেন্স ও যুক্তি সহকারে।
Source/For Further Elaborated Reading:
http://www.choturmatrik.net/blogs/%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%9A%E0%A6%BE/%E0%A6%B6%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%83-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E2%80%99%E0%A6%86%E0%A6%A4
তথ্য- সহায়িকাঃ
আল-কোরান
সহীহ বুখারি শরীফ
সহীহ মুসলিম শরীফ
শবেবরাতঃ সঠিক দৃষ্টিকোন—আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Ruling on celebrating the middle of Sha’baan: Al-Shaykh ‘Abd al-‘Azeez ibn Baaz
www.afghanforums.com
www.therealislam1.wordpress.com
www.javedahmad.tripod.com
http://www.qtafsir.com – তফসিরে ইবনে কাসীর
www.islamicvoice.com
Navigation
[0] Message Index
Go to full version