Faculty of Allied Health Sciences > Nutrition and Food Engineering
Some of the unknown information of the human body !
Narayan:
১. একজন পুরুষ দৈনিক ৪০ টা চুল হারায় আর নারী হারায় ৭০ টা চুল।
২. আপনি প্রতিদিন সকালে তুলনামূলকলম্বা হয়ে যান রাতের সময়ের চেয়ে।
৩. হৃৎপিণ্ড পুরো শরীরে সারাদিন গড়ে এক হাজার বার রক্ত সঞ্চালন করে থাকে।
৪. চোখের পাপড়ি আয়ুকাল ১৫০ দিন।
৫. চোখের ভ্রু তে প্রায় পাঁচশো টি চুল আছে।
৬. মানুষের শরীরের গড়ে প্রায় একশো বিলিয়ন নার্ভ সেল রয়েছে।
৭. মানুষ কখনই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারেনা।
৮. মানুষের শরীরে হাড় জমাট বাধা কংক্রিট এর চেয়ে ও বেশি শক্ত।
৯. জিহ্বা স্বাদমূল প্রতি ১০ দিন পর পর নষ্ট হয়ে যায়।
১০. বাচ্চারা বসন্তকালীন সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে।
১১. চোখ সারা জীবন একই আকারে থাকলেও নাক এবং কান বেড়ে উঠে।
১২. আমরা জন্মের সময় ৩০০ টা হাড় নিয়ে জন্মাই কিন্তু আমরা যখন পূর্ণবয়স্ক হই তখন আমাদের হাড় হয়ে যায় ২০৬ টা।
১৩. মানুষের মাথার খুলি ভিন্ন রকমের ২২ টি হাড় ইয়ে তৈরি।
১৪. হাতের নখের মত পদার্থ দিয়েই তৈরি হয়েছে চুল।
১৫. যখন আমরা হাঁচি দেই তখন শরীরের ভিতরের সমস্ত যন্ত্রাংশকার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি আমাদের হৃৎপিন্ডেরও।
১৬. জিহ্বা মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশী।
১৭. একজন আদর্শ মানুষ দৈনিক অন্তত চার বার মল ত্যাগ করে।
১৮. মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে ৭ সেকেন্ড।
১৯. হাঁচির সময় মানুষের নাক দিয়ে বাতাস বের হয় ১০০ কিঃমিঃ বেগে।
২০. সবচেয়ে ছোট হাড় হচ্ছে কানের হাড়।
Original Source: http://goo.gl/GTDTz
nfeoffice:
Some are contradictory. However, interesting information.
Munni:
Very interesting and informative post.
Khandoker Samaher Salem:
Good to know these info...
Shabnam Sakia:
Interesting.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version