IT Help Desk > Use of PC

HOW TO USE FACEBOOK ON FORUM FOR UR SIGNATURE

(1/1)

BRE SALAM SONY:
ফোরামের স্বাক্ষর বক্সে আমরা সবাই কিছুনা কিছু লিখতে ভালোবাসি। কেউ কেউ ছবি, নিজের সম্বন্ধে কিছু কথা লিখে রাখেন। অনেকেই আলসেমীর কারনে আপডেট করতে চান না। ফোরামে স্বাক্ষর বক্সে আপনার ফেসবুকের প্রোফাইল, স্টেটাস সহ ছবির আপডেট যদি থাকে তাহলে কেমন হয়?

তাহলে চলুন দেখি... কিভাবে এই কাজটা করা হয়।



এজন্য আপনার ফেসবুকে লগইন করে প্রোফাইলের Wall ট্যাবে যান। উপরের ছবিতে উল্লেখিত Creat a profile badge এ ক্লিক করুন।




এর পর প্রোফাইল ব্যাজ এর পেজ টা খুললে সেখানে উপরের ছবিতে (১ নং) Profile Badge এ ক্লিক করুন। তারপর ছবিতে (২ নং) Edit this badge এ ক্লিক করে আপনার ইচ্ছে মত আপনার ব্যাজ কে সাজিয়ে নিন। সাজানোর কাজ শেষ হলে এবার ছবিতে (৩ নং) Choose Where to add badge এ Other এ ক্লিক করুন। তারপর ছবিতে (৪নং) এর মত করে ফেসবুক থেকে আপনার প্রোফাইলের HTML কোড প্রদর্শিত হবে।
উল্লেখ্য ফোরামে সাক্ষর বক্সে প্রয়োজন হয় BBCode এর। কিন্তু ফেসবুক থেকে শুধু মাত্র HTML কোডটা পাওয়া যায় (যা শুধু মাত্র ওয়েব সাইটের জন্য প্রযোজ্য)।
এবার আপনাকে HTML থেকে BBCode এ কনভার্ট করতে হবে। HTML কোডটি BBCode এ কনভার্ট করতেএখানে ক্লিক করুন।
তারপর ফেসবুক থেকে প্রদত্ত HTML কোডটা-কে উল্লেখিত সাইটে গিয়ে পেষ্ট করুন। তারপর কনভার্ট এ ক্লিক করুন। তারপর আপনি পেয়ে যাবেন আপনার ফোরামেরর জন্য BBCode
এবার আপনি ফোরামে স্বাক্ষর জায়গায় কনভার্ট করা BBCode টা পেষ্ট করে দিয়ে দেখুন... আর আপডেট থাকুন সকল ফোরামে সব সময়।
কেমন লাগল জানাবেন।
ধন্যবাদ

Get my banner code | Your own flash banner

maisalim2008:
Good...Valo legese...

Navigation

[0] Message Index

Go to full version