GP INTERNET MOBILE BROWSING HEDEN TIPS -জিপি ইন্টারনেট ব্রাউজ - একটা হিডেন ট&#249

Author Topic: GP INTERNET MOBILE BROWSING HEDEN TIPS -জিপি ইন্টারনেট ব্রাউজ - একটা হিডেন টù  (Read 2086 times)

Offline BRE SALAM SONY

  • Hero Member
  • *****
  • Posts: 827
  • Alhamdulliha Allah Can makes Me A Muslim
    • View Profile
    • Special Discount For hajj and Umrah Guest
গ্রামীন ফোনের একটা নতুন সার্ভিস হলো " মোবাইল ব্যাকআপ " সার্ভিস। একটা এ্যাড আছে না ... মোবাইল হারালেও আপনার ডাটা হারাবে না !! এই ভ্যালু এ্যাডেট সার্ভিসের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের যাবতীয় ডাটা সার্ভারে সংরক্ষণ করতে পারবেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন


আপনার প্রয়োজন একটিজাভা এনাবল (সামবিয়ান) মোবাইল (নকিয়া হলে ভালো হয়)। গ্রামীন ফোনের যে কোন সিম হলে চলবে। মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সেটিংস-এ গিয়ে WAP সেটিংসটা ডিফল্ড করবেন। সিমে নূন্যতম ৪০ টাকা রাখবেন।

এবার ম্যাসেজ অপশনে গিয়ে Backup লিখে 6000 নাম্বারে SMS পাঠাবেন। গ্রামীন আপনাকে ধন্যবাদ জানিয়ে একটা ফিরতি ম্যাসেজ দিবে এবং ঔ ম্যাসেজর মধ্যে থাকবে একটা ওয়াপ লিংক। যদি আপনার মোবাইলটা এই সার্ভিসের উপযুক্ত হয় তাহলে গ্রামীনের Terms & Condition একসেপ্ট করে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। (আমার রেজিষ্ট্রেশন অটো হয়ে গিয়েছিল। ইউজারনেম ছিল আমার মোবাইল নম্বর আর পাসওয়ার্ড অটো জেনারেট করা। ওখানেই আপনি পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য লিংক পাবেন)। এবার গ্রামীন আপনাকে একটা সফটওয়্যার লোড করতে বলবে (৮০০ কিলোবাইটের মতো) । ওই মোবাইলের সাথে গ্রামীন সার্ভারের ডাটা সিনক্রোনাইজ করার সফটওয়্যার। (আমাদের প্রয়োজন হবে না)। সফটওয়্যার ডাউনলোড হয়ে গেল গ্রামীন আপনাকে ম্যাসেজ দিয়ে জানিয়ে দেবে যে আপনি আপনার মোবাইলের যাবতীয় ডাটা (গান, ভিডিও, ছবি ইত্যাদি--- মানে মেমরী কার্ডের সব কনটেন্ট) সার্ভারে আপলোড করার জন্য ৩ দিনের জন্য EDGE সাভির্স ফ্রী দিচ্ছে। এবং আনলিমিটেড ডাটা ট্রান্সফার।

বিস্তারিত স্কিনশট দেখুন
ছবি

এবার সিমটা মোবাইল থেকে খুলে নিয়ে আপনার মডেমে ঢোকান এবং ব্যবহার করুন ৩ দিন আনলিমিটেড ইন্টারনেট সার্ভিস। (মডেল যুক্ত মোবাইলে ক্যাবলের সাহায্যেও পিসিতে ব্রাউজ করা যাবে)

এখন্য অন্যান্য কিছু কথাঃ
(১) বেশী লোককে বলার দরকার নেই, নইলে গ্রামীন আবার অন্য ব্যবস্থা নিতে পারে।
(২) ১ টি সিমে মাসে মাত্র ১ বার ব্যবহার করা যাবে। পরবর্তী মাসে আবার ব্যবহার করতে পারবেন।
(২) সিমে গ্রামীনের ইন্টারনেটের কোন প্যাকেজ (P2,P3,P4,P5,P6) একটিভ না থাকলে ভালো হয়।
(৩) স্কিনশট দিয়ে দিলাম.. আর কোন সমস্যা হলে জানাবেন ...
(৪) আবার বেশ কিছু সিম ছিল (তাছাড়া এখান/ওখান থেকে কিছু সিম ম্যানেজ করে দিব্যি ১৫ দিনের মতো চালাচ্ছি। কোন সমস্যা হচ্ছে না ....
আল্লাহর রহমতে প্রতি বছর হজে যাওয়ার সুযোগ হচ্ছে।এভাবেই হাজীদের খেদমত করে যেতে চাই।
01711165606

আমার প্রতিষ্ঠান www.zilhajjgroup.com
www.corporatetourbd.com