General Category > Common Forum

HIV STOP NOW FOR USING VACSIN-এইচআইভি ঠেকাতে টিকার সফল প্রয়োগ

(1/1)

BRE SALAM SONY:
এইচআইভি ঠেকাতে টিকার সফল প্রয়োগ।। বিবিসি ।।মরণব্যাধী এইডসের জন্য দায়ী ভাইরাস এইচআইভির সংক্রমণ ঠেকাতে একটি ওষুধের বড় ধরনের পরীক্ষামূলক ব্যবহারে খুবই ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। থাইল্যান্ডে মার্কিন সামরিক বাহিনী পরিচালিত এই গাবেষণায় ১৬ হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

বিশ্বে এইডসে আক্রান্তের সংখ্যা এখন তিন কোটি ৩০ লাখেরও বেশি। এইডসের চিকিৎসার জন্য এ পর্যন্ত আবিষ্কৃত ওষুধ কিছু মানুষের জীবন বাঁচাচ্ছে। কিন্ত্ত এইডস সংক্রমণ প্রতিরোধের কোন টিকা এখনো আবিষ্কৃত হয়নি। থাইল্যান্ডে পরিচালিত গবেষণায় জড়িত বিজ্ঞানী জোসেফ জো বলেন, এই প্রথম এইডসের প্রতিষেধকের যে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে তাতে প্রমাণিত হয়েছে যে, টিকা প্রয়োগ করে এইডসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। তবে সেই টিকা আবিষ্কার করতে এখনো অনেক কাজ বাকী। ছয় বছর আগে থাইল্যান্ডে এই পরীক্ষা শুরম্ন হয়। এতে দেখা যায়, যাদেরকে নতুন একটি টিকা দেয়া হয়েছে তাদের এইডস সংক্রমণের ঝুঁকি ৩০ ভাগ কমে গেছে। সাম্প্রতিক সময়ে এইডসের প্রতিষেধক আবিষ্কারের গবেষণায় বড় কোন অগ্রগতি দেখা যাচ্ছিল না। তাই মার্কিন সামরিক বাহিনীর এই গবেষণার ফলাফলকে বিজ্ঞানীরা খুবই আশাব্যঞ্জক বলে মনে করছেন।


NO ANY INFORMATION

Navigation

[0] Message Index

Go to full version