IT Help Desk > ICT

The world's fastest electric car.

(1/1)

Mohammed Abu Faysal:
সম্প্রতি সাংহাই মোটর শোতে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৈদ্যুতিক গাড়ি দেখানো হয়েছে। চীনের একটি প্রতিষ্ঠান এ গাড়ি তৈরি করেছে। গাড়িটির গতি প্রতি ঘণ্টায় ১৫৫ মাইল।
১৯০৭ সালের দিকে যুক্তরাষ্ট্রের ‘ডেট্রয়েট ইলেকট্রিক’ নামক একটি প্রতিষ্ঠান বিশ্বের প্রথম বৈদ্যুতিক চালিত গাড়ি তৈরি করে। গাড়িটির নাম ছিল ‘এসপি: ০১’। বেশ কয়েক বছর ধরে চীনের সরকার বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতের জন্য বিনিয়োগ করে আসছে।
ডেট্রয়েট ইলেকট্রিকের প্রধান নির্বাহী আলবার্ট ল্যাম বলেন, ‘আমি মনে করি, চীন ঠিক কাজটিই করেছে। পরিবেশদূষণের হাত থেকে রক্ষার একটি অন্যতম মাধ্যম হতে পারে বৈদ্যুতিক গাড়ি। চীন বিশ্বের পরিবেশ দূষণকারী ২০টি দেশের মধ্যে ১৬ নম্বরে রয়েছে। দেশটির সরকার পরিবেশদূষণ রোধে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে বৈদ্যুতিক গাড়ি একটি। চীনের সরকার আশা করছে, আগামী ২০২০ সালের মধ্যে তাদের রাস্তায় প্রায় পাঁচ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি চলবে।
চীনে অনেক বড় বড় বৈদ্যুতিক গাড়ির প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ‘বেইজিং ইলেকট্রিক কার’ অন্যতম। প্রতিষ্ঠানটির এক বিশাল কারখানা রয়েছে। এর পুরোটাই জুড়ে রয়েছে বৈদ্যুতিক গাড়ি। চীনের প্রথম তৈরি বিশাল আকৃতির বৈদ্যুতিক গাড়িটি হচ্ছে ‘ই১৫০-ইভি’। বেইজিংয়ের রাস্তায় বর্তমানে এক হাজারটি বৈদ্যুতিক গাড়ি রয়েছে, যার সবগুলোই গণ পরিবহনের কাজের জন্য ব্যবহূত হয়।

Navigation

[0] Message Index

Go to full version