IT Help Desk > Telecom Forum
আসছে ব্লুটুথচালিত স্মার্ট-তালা
(1/1)
Zahir_ETE:
স্মার্টফোন দিয়ে এখন নিয়ন্ত্রণ করা যাবে বাড়ির নিরাপত্তা। প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অগাস্ট’ স্মার্ট-লক নামের একটি যন্ত্র বানিয়েছে, যা নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনের মাধ্যমে। সম্প্রতি সংবাদমাধ্যম এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাতা প্রতিষ্ঠান ‘স্মার্ট-লক’ যন্ত্রটি এ বছরের শেষের দিকে বাজারে ছাড়তে পারে।
স্মার্ট-লক অ্যালুমিনিয়ামে তৈরি এমন একটি যন্ত্র, যা ব্যবহারকারীর বাড়ির মূল দরজায় সংযুক্ত থাকবে। এটি শুধু স্মার্টফোনের মাধ্যমে আনলক করা যাবে। যন্ত্রটি বাড়ির মালিকের স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযোগ স্থাপন করবে। আর স্মার্টফোনটিতে থাকবে স্মার্ট-লক নিয়ন্ত্রণ করার জন্য একটি অ্যাপ্লিকেশন। অর্থাৎ স্মার্ট-লকের চাবি হিসেবে কাজ করবে স্মার্টফোন।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, স্মার্ট-লক স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে যাবে স্মার্টফোনের ব্লুটুথ সিগন্যাল পেলেই। এর ফলে স্মার্ট-লক আনলক করতে স্মার্টফোনটি বের করতে বা কোনো অপশনেও যেতে হবে না ব্যবহারকারীর।
এছাড়াও স্মার্ট-লক ব্যবহারকারী অ্যাপের মাধ্যমে অন্য কাউকে স্মার্ট-লকের ভার্চুয়াল চাবিটি দিতে পারবেন। এ প্রক্রিয়াটি অনেকটা ইমেইলের মতো কাজ করবে। স্মার্ট-লক কিনতে খরচ পড়বে ১৯৯ ডলার।
Navigation
[0] Message Index
Go to full version