IT Help Desk > Telecom Forum

'গুগল ম্যাপস' ছদ্মবেশী সোশ্যাল নেটওয়ার্ক!

(1/1)

Zahir_ETE:
সার্চ জায়ান্ট গুগল আগামী সপ্তাহে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে গুগল ম্যাপের নতুন ভার্সন। কিন্তু প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল ম্যাপের এ নতুন ভার্সনটি আসলে গুগলের সোশ্যাল নেটওয়ার্ক গুগল প্লাসের কর্মকাণ্ড বাড়াতে সাহায্য করবে।

গুগল ম্যাপের নতুন ভার্সনটি ব্যবহার করে ব্যবহারকারীরা যেসব জায়গা পছন্দ করবে, রিভিউ দেবে এবং অন্যান্য তথ্য প্রকাশ করবে, সেসব প্রদর্শিত হবে গুগলের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাসে ব্যবহারকারীর অ্যাকাউন্টে। এ ছাড়াও গুগল প্লাসকে জনপ্রিয় করার জন্য প্রতিষ্ঠানটি প্রায়ই গুগল ব্যবহারকারীদের বিভিন্নভাবে গুগল প্লাসে যোগদানের জন্য বিজ্ঞাপন ও অন্যান্য কৌশল ব্যবহার করে।

গুগল প্লাসের সিনিয়র সহ-সভাপতি ভিক গানডোট্রা গুগল আই/ও সম্মেলনে এ বিষয়ে জানিয়েছেন, হয়তো কিছু ব্যক্তি গুগলকে ভুল বুঝছে। তারা বুঝতে পারছেন না, আমরা ঠিক কোন কাজটি করতে চাইছি।

Navigation

[0] Message Index

Go to full version